আমাদের কথা খুঁজে নিন

   

বিনিদ্র রজনী, ঘুম পূর্ব চিন্তা সকল ও গভীর রাতে ফোন!!



ইদানিং সপ্তাহে দু'তিন দিন সারারাত জেগে থাকি, ঘুম আসে না। সপ্তাহে অন্যান্য দিন ঘুম আসলেও তা রাত ১-২ টায়। দেড় বছর পূর্বে ছেকা খেয়ে যখন একা হলাম সে সময়তো আরো জঘন্য ছিলো পুরো ছয় মাস নির্ঘুম রাত কাটিয়েছিলাম তাকে ভেবে ভেবে। পরে অবশ্য ঠিক হয়ে গিয়েছিলো! ইদানিং ঘুমানোর পূর্বে সমস্ত আইডিয়া মাথায় কিলবিল করে, আমি যেহেতু ব্র্যান্ড ডির্পাটমেন্ট এ কাজ করি তাই আইডিয়া বিক্রি করে খাই। ব্র্যান্ড ক্রিয়েট এর ক্ষেত্রে নতুন নতুন আইডিয়া ডেভলপ করতে হয়।

প্রথম কোম্পানীতে বসের সামনে গেলে ক্রিয়েটিভ আইডিয়া আসতো। ২য় কোম্পানীতে টয়লেটে গেলে নতুন আইডিয়া আসতো। এখন নতুন কোম্পানীতে চাকুরী করি, এখন আইডিয়া আসে রাতের ঘুমের সময়। ক্রিয়েটিভ কাজ করে যাচ্ছি ঠিকই কিন্তু আইডিয়া ক্রিয়েট এর সময় এবং জায়গাটা পছন্দ হচ্ছে না। এমনিভাবে গতকাল ঘুমের আগে ভাবছিলাম ব্র্যান্ড ক্রিয়েট করে যাচ্ছি কিন্তু অফিসে পার্সোনাল ব্র্যান্ডিংটা অনেক পিছিয়ে আছি।

অফিসে সিনিয়র আর জুনিয়রদের মধ্যে ব্যবধান অনেক। তাছাড়া একজনকে আরেকজন সহজভাবে মেনে নিতে পারে না। গতকাল ছেলেদের সাথে পাল্লা দিয়ে এক যোগে তিন মেয়ে নিচে টং দোকানে চা খেতে গেল এবং শাস্তি স্বরুপ একজন স্ট্যান্ড রিলিজ দু'জন শোকজড্ । ব্যপারটা মনে করতেই ঘুম চলে গেল। মাত্রতো ৯ মাস গত ৭ বছরে যা হয়নি ৯ মাসে অনেক কিছুই করেছি যা হোক হবে।

এপিট ওপিট করছি ঘুমাবো এমন সময় ফোন ,জিপির এ নম্বরটা ১২ বছর আগে নেয়া, এটাতে তেমন ফোন আসে না অফিসের নম্বরটাতেই আসে। কিছুটা আস্চর্য হলাম এতো রাতে কে ফোন দিলো, ফোন ধরতেই নারী কন্ঠ কে বলছেন নাম বললাম .., বাসা মগবাজার, গ্রামের বাড়ি .., ঢাকায় কেকে থাকি, বিয়ে করেছি কিনা ইত্যাদি ইত্যাদি ঠিক ঠাক সব উত্তর দিলাম আমি ও তার পরিচয় জানতে চাইলাম , তার বাসা শেওড়া পারা, নাম রুপা, বাবা মা ভাইয়ের সাথে থাকে বিয়ে হয়নি, বুটিকের ব্যবসা করে। ওনি বলতে পারছেন না আমার নম্বর কোথা থেকে পেয়েছেন। আমারও মনে পড়ছে না রুপা নামের কাউকে মোবাইল নাম্বার দিয়েছিলাম কি না। আমি আবার মিস কল বা ভূলে ফোন আসা কল গুলোকে চরম ভাবে প্রত্যাখান করি।

এ ধরনের ফোন সাধারনত যে ফোন করে সে জেনে শুনেই করে। কিন্তু আজকের ফোনটা তেমন মনে হলো না। ফোন দিয়েছেন কেন জিজ্ঞাসা করলে বলল মন ভালো নেই তাই ফোন দিয়েছেন, আমি বললাম কিন্তু আমাকে কেন? আপনার নম্বরটা সামনে পেলাম তো তাই। কিছু মনে করবেন না প্লিজ আমার মন আপনার সাথে কথা বলে এখন ভালো্। বাই বলে দু'জনের বিদায়।

কিন্তু এ ধরনের ফোন কেন আসলো তা ভাবতে ভাবতে সকাল হয়ে গেল সমাধান পেলাম না, শুরু হলো আরেক যন্ত্রনা!!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।