আমাদের কথা খুঁজে নিন

   

ভোটের ফলাফল জন্য বিনিদ্র রাত

বাংলাদেশ ব্লগারস এসোসিয়েশন সদস্য নং: ১০ । facebook.com/milton3d

বিটিভির উপরেই নির্ভর করতে হতো আগে। তখন তো এত স্যাটেলাইটের চ্যানেল ছিল না। রাত ১১/১২ টার পর থেকে আসতে শুরু করতো সেইসব আসনের আংশিক বা পুরোপুরি বেসরকারী রেজাল্ট। সারারাত ধরে চলতে থাকতো সেইসব ঘোষনা।

যারা খবর পড়তো তাদেরকে সেই অনুষ্ঠানে ডাকা হতো ফলাফল ঘোষনা করার জন্য। রাত ১০টার ইংরেজী খবরের পর থেকেই শুরু হতো বাংলা সিনেমা। আর সিনেমার ফাঁকে ফাঁকে তারা ফলাফল হাতে পেলেই সেটা জানিয়ে দিতো। মানুষ উৎকন্ঠা নিয়ে বসে থাকতো টিভি সেটের সামনে, না জানি কখন মিস হয়ে যায়। ভোর হতে হতেই মোটামুটি ৩০০ কেন্দ্রের ফলাফল চলে আসতো।

দুই/একটি বাকী থাকলে সেটা পরের দিন সকালের দিকে ঘোষনা হতো। ঘোষকদের পিছনে একটা বোর্ড তৈরী করা হতো যেটাতে প্রতিটি মার্কার ঘর থাকতো। আর প্রাপ্তি সংবাদ পেয়ে সেই মার্কার আসন সংখ্যা আপডেট করা হতো। রাস্তার মোড়ে বা বিভিন্ন সংগঠনের অফিস/ ক্লাবে বা পার্টি অফিসে চলতো চিৎকার চেঁচামেচি। আবার হয়ত আনন্দ মিছিল হতো।

সবার মধ্যেই একটা টেনশন কাজ করতো। কোন দল হবে বিজয়ী? আর এখন তো স্যাটেলাইট চ্যানেলের ছড়াছড়ি। বিটিভির উপরে এখন আর কেউ নির্ভর করে না। দেখা যাক এবারের ভোটের রাতটা কেমন কাটে?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।