আমাদের কথা খুঁজে নিন

   

RUET প্রশাসন + স্থানীয় সরকার + নিরীহ ছাত্র = একটি পূর্ণাঙ্গ বাংলা ছায়াছবি

কাজ কম , কথা বেশি

বাংলাদেশের উত্তর বঙ্গে অবস্থিত RUET এর এক হতভাগা ছাত্র আমি | শত সপ্ন চোখে নিয়ে ইঞ্জিনিয়ারিং পড়তে এসেছিলাম | ১ম বর্ষের ফাইনাল পরীক্ষা হবার কথা ছিল সেই জানুয়ারী মাসের ২০ তারিখ | ভার্সিটির নাদান বাচ্চা আমি , রাজনীতির কিছুই বুঝিনা | হঠাত শুনলাম পরীক্ষা হবেনা | ছাত্রলীগ ও সাধারণ ছাত্র রা মিলে ১২ দফা দাবি করেছে | খুশিতে আত্মহারা হয়ে গেলাম | কি মজা !! পরীক্ষা পিছালে সবারই ভালই লাগে | কিন্তু তখন বুঝতে পারিনাই যে সামনে কি অন্ধকার আছে | আমাদের শ্রদ্ধেও বিচি সরি ভিসি শীতকালীন ছুটির ঘোষণা দিলেন | অথচ এই রকম শীতকালীন ছুটির নাকি কোনই নিয়ম নেই | যত সব চালাকি আরকি | ফেব্রুয়ারীর শুরুতে আবার ভার্সিটি খুলল | নতুন করে পড়া শুরু করলাম | ২২ তারিখে একটা পরীক্ষা দিলাম | এর পরের কাহিনী টা আরো করুন .... ২৩ তারিখে অগ্রণী কলেজ এর কিছু হারামজাদা সন্ত্রাসীদের সাথে তুচ্ছ ঘটনা নিয়ে মারামারি লাগলো | ruet এর আতেল ছাত্ররা লাঠি হাতে কলেজ ভেঙ্গে আসলো | ওই কুত্তার বাচ্চারা আমাদেরই এক বড় ভাইকে কুপালো | জ্বলে উঠলো সবাই | কলেজ এ গিয়ে আগুন লাগিয়ে আসলো | এর পর রাতে হল ছাড়ার নির্দেশ পেলাম | সকালে যে কি নির্মম কষ্ট করে সবাই বাড়ি গেল বলে বুঝাতে পারবনা | তারপর থেকে ruet প্রশাসন তাদের চিরচেনা রূপ দেখানো শুরু করলো | মেয়র এর সাথে মিটিং করবে ..এই করবে ..সেই করবে ..আরো কত কি !! ফলাফল কিছুই না | পাশের রাজশাহী ভার্সিটি তে মানুষ খুন হয়ে গেলেও বুঝি এত দিন বন্ধ থাকে না | ছাত্ররা তাদের ভবিষ্যত নিয়ে চিন্তিত | কি হবে আমাদের ? দুই মাস হয়ে গেল তবুও পরীক্ষা আর দেওয়া হলো না | দেখুন এখানে লিঙ্ক , আরো দেখবেন ? এই দেখেন | kuet , cuet এর বন্ধুরা 2য় বর্ষের ক্লাস শুরু করে দিল আর আমরা হতভাগা ১ম বর্ষেরই রয়ে গেলাম | বাংলাদেশ সরকার কি পারবে এত গুলো ভবিষ্যত engineer দের ক্ষতিপূরণ দিতে ??? এটা শুধু আমাদের ক্ষতি হলেও মানা যায় কিন্তু এটা তো জাতীয় ক্ষতি | ঘৃনা জন্মে গেছে দেশের প্রশাসন এর উপর | শালারা কাজের কাজ কিচ্ছু করেনা খালি মুখে বড় বড় কথা | আকুল আবেদন জানাচ্ছি .. ভাই , কেউ কি নাই যে এই অবস্থার উন্নতি করতে পারবে ??? সবার পায়ে পরি .. প্লিজ RUET খোলার ব্যবস্থা করে দিন | আমি ক্লাস করতে চাই

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।