আমাদের কথা খুঁজে নিন

   

ব্ল্যাক এর সব গান! (এপিক পোস্ট)

শারদশশীর অনন্ত অপেক্ষায় তোর চোখের সবুজ রঙ আকাশনীল হয়ে গেলে ঠিক ধরে নিস আমি হারিয়ে গেছি ঘাসেদের দলে...
(নিয়মিত আপডেট হবে!) বাংলাদেশের মিউজিক সিনে অল্টারনেটিভ রকের আগমন ব্ল্যাকের হাত ধরে। আন্ডারগ্রাউন্ড ব্যান্ড হলেও ব্ল্যাক ব্যতিক্রমী লিরিকস ও মিউজিকের কারণে অল্প সময়েই ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে, যা শীর্ষস্থানীয় যেকোন মেইনস্ট্রিম বা আন্ডারগ্রাউন্ড ব্যান্ডের জন্য কল্পনাতীত। ব্ল্যাক নিজেদের যোগ্যতা প্রমাণ করে এখনো শীর্ষস্থান ধরে রেখেছে। ব্ল্যাকের গান যারা শোনেন, তারা জানেন, ব্ল্যাক এর স্টুডিও অ্যালবাম চারটি। আমার পৃথিবী, উৎসবের পর, আবার এবং ব্ল্যাক।

কিন্তু, মিক্সড অ্যালবাম এর সিঙ্গেলস গুলো? ওগুলো কি শোনা আছে? অনেকেরই হয়ত শোনা নেই। আর শোনার সুযোগ করে দিতেই এই পোস্ট। নিচে যেসব মিক্সড অ্যালবাম এ ব্ল্যাক এর গান আছে, সেগুলোর নাম এবং গানের নাম ক্রমানুসারে দেয়া হল। (গানের নামের উপর ক্লিক করে ডাউনলোড করা যাবে) অ্যালবাম............গান ছাড়পত্র - চেনা দুঃখ আগন্তুক - অপলাপ আগন্তুক ২ - শোকার্ত উপকূল আগন্তুক ৩ - The Evening প্রজন্ম - Blues & রোদ অনুশীলন - অবিনশ্বর ও স্মৃতি (দুটি ট্র্যাক) লোকায়ত - সত্য Live Now - এই আমি স্বপ্নচূড়া - OST of Offbeat ও ডাক (দুটি ট্র্যাক) স্বপ্নচূড়া ২ - অন্ধ স্বপ্নচূড়া ৩ - একারণেই আন্ডারগ্রাউন্ড - ৩৫ রক ১০১ - শব্দ রক ২০২ - তুমি কি সাড়া দিবে? রক ৫০৫ – ভ্রান্ত স্বপ্ন চল বাংলাদেশ - ২০১১ রক ৬০৬ - ফেরা (২৮ আগস্ট ২০১১ তে রিলিজড, নতুন গান তাই লিঙ্ক দেয়া হল না। পরে লিঙ্ক যোগ করে দেয়া হবে।

) আনরিলিজড ট্র্যাক (২ টি) একা - ২ ছেলেটি আমার জানা মতে আপাতত ব্ল্যাক এর রিলিজড ট্র্যাক এই কয়টাই। (যদি কোনটা বাদ পড়ে, একটু জানাবেন। আপডেট করে দেয়া হবে। ) বোনাসঃ অভিমান - অফিসিয়াল মিউজিক ভিডিও উৎসবের পর - অফিসিয়াল মিউজিক ভিডিও অন্ধ - অফিসিয়াল মিউজিক ভিডিও আবার - অফিসিয়াল মিউজিক ভিডিও আরো ভিডিও দেখতেঃ ব্ল্যাক এর ইউ টিউব চ্যানেল ইমন জুবায়ের আমাদের সবার প্রিয় ইমন ভাইয়া! ইমন ভাইয়াই কিন্তু ব্ল্যাকের অধিকাংশ গানের গীতিকার। বাকি গান গুলো লেখেন জন।


 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.