আমাদের কথা খুঁজে নিন

   

জোলির আয় সবচেয়ে বেশি

জেনিফার ২ কোটি ৬০ লাখ ডলার আয় করে দ্বিতীয় স্থানে অবস্থান করছেন। এর মাধ্যমে গত বছরের এই তালিকার শীর্ষে থাকা “টুইলাইট” সিরিজের ক্রিস্টেন স্টুয়ার্টকে তৃতীয় স্থানে ঠেলে দিলেন জেনিফার। ২ কোটি ২০ লাখ ডলার আয় নিয়ে ক্রিস্টেন তৃতীয় স্থানে রয়েছেন। যুক্তরাষ্ট্রভিত্তিক বিজনেস ম্যাগাজিন ফোর্বস হলিউডের অভিনয়শিল্পীদের আয় নিয়ে একটি তালিকা প্রকাশ করেছে। তাতে অভিনেত্রীদের মধ্যে শীর্ষস্থানে রয়েছেন জোলি।

প্রতিবছর বিভিন্ন ক্ষেত্রে খ্যাতিমান ও প্রভাবশালী ব্যক্তিদের নিয়ে নানা ধরনের জরিপ পরিচালনা করে থাকে ফোর্বস। তবে সেগুলো বেশিরভাগই রাজনীতি, অর্থনীতি ও ব্যবসা সম্পর্কিত। সাংবাদিক ডরোথি পোমেরান্তজ্ ফোর্বস.কম এ লিখেছেন, “হলিউড এখনো জোলির কাছ থেকে দূরে সরে যেতে পারেনি। হলিউডের হাতে গোনা কয়েকজন অভিনেত্রীর মধ্যে জোলি একজন, যারা তাদের জন্য যোগ্য বলে মনে হলে যে কোনো ছবির জন্য ১৫ মিলিয়ন ডলার পারিশ্রমিক চাইতে পারেন। এরকম ছবির মধ্যে রয়েছে- ডিজনির স্লিপিং বিউটির ‍পুরনো গল্পকে নতুন করে বলা, ম্যালফিসেন্ট।

” ৩৮ বছর বয়সী জোলি এই বছরের শুরুতে তার দুই স্তন অপসারণের কথা প্রকাশ করে সংবাদের শিরোনাম হন। উত্তরাধিকার সূত্রে তিনি স্তন ক্যান্সারের উচ্চঝুঁকি থাকার কথা জানার পর দুটি স্তনই অপসারণের সিদ্ধান্ত নেন। সঙ্গী ব্রাড পিটের সঙ্গে জোলির গর্ভজাত তিন সন্তান এবং দত্তক নেয়া তিনটি, মোট ছয়টি সন্তান রয়েছে। ২০১২ সালের জুন খেকে ২০১৩ সালের জুন পর্যন্ত আনুমানিক আয়ের উপর ভিত্তি করে এই তালিকা করেছে ফোর্বস। তারা এজেন্ট, ম্যানেজার এবং ফিল্ম ইন্ডাস্ট্রি নিয়ে জানাশোনা আছে এমন মানুষের সঙ্গে কথা বলে তার ভিত্তিতেই তালিকাটি করেছে।

জোলি অভিনীত “ম্যালফিসেন্ট” চলচ্চিত্রটি আগামী গ্রীষ্মে মুক্তি পাবে।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.