আমাদের কথা খুঁজে নিন

   

গাছের মোড়কে ঝিঁঝিঁ পোকার শুকনো দেহের মতো

আমি সেই নক্ষত্রের অপেক্ষায় থাকব চিরকাল

কিছু কিছু কষ্ট থাকে ;বুকের গহীনে চিন চিন করে ব্যাথার সংকেত দেয়। সে কষ্ট আমি পুষে রাখি। ঘর ছেড়ে যাযাবর হই। ঠিকানা বীহিন রাত্রি নামে। আলোকিত ভোরের গন্তব্যে সেই রাত্রির যাত্রা হলেও ; নিরুদ্দেশ পথ চলে আমার প্রতিটি সকাল। স্মৃতি হাতড়ে বেড়াইনা আমি;খুঁজে না ভবিষ্যত সুখ অথবা শান্তি। চারপাশে জনতার কাছাকাছি আমি এক ক্ষুদ্র মানুষ। ...যে ছিল ,সে থেকেও নেই। এই যেমন আমি মরেও বেঁচে আছি! গাছের মোড়কে ঝিঁঝিঁ পোকার শুকনো দেহের মতো ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।