আমাদের কথা খুঁজে নিন

   

লাভে মূলে সব খোয়ালাম নেশার ঘোরে পড়ে থেকে।

জীবনের প্রত্যেক প্রবাহ অমৃত চায়।

আসলাম এই ধরা বুকে , লাভ করিতে । লাভের আশায় সব হারালাম। লাভে-মূলে সব খোয়ালাম। আমার ভাঙ্গা নৌকা বোঝাই করলাম অর্থহীন আর আবর্জনার মাল সামানায়।

জন্মের তরে ভাঙ্গা ডিঙ্গি হলো আমার, জল সেঁচতো সেঁচতে জীবন যায় । গলুই ভাঙ্গা, গুরা ভাঙ্গা, বরাবরই এমন দশা, গাব আলকাতরায় যায়না সারা। কী করি আমি পাইনা দিশা। কাটলো না আমার মনের নেশা। কতো ছুতোর ডেকে আনি সারতে আমার ভাঙ্গা নৌকাখানি।

এক জায়গায় খোঁচা মারেতো আরেক জায়গায় ভেঙ্গে যায়। যে ছুতোরের নৌকা গঠন, তাঁরে যাদি পেতাম এখণ, সারাতাম আমার নৌকা খানি তাঁরে দিয়ে করে যতন। পাবো তাঁরে কেমন করে, তাই ঘুরি ভাই জগৎ জুড়ে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.