আমাদের কথা খুঁজে নিন

   

আলকায়দা সদস্য সিলেটের রাজিব করিমের ৩০ বছরের জেল দন্ড



আলকায়দা সদস্য সিলেটের রাজিব করিমকে ব্রিটিশ এয়ারওয়েজ উড়িয়ে দেওয়ার অভিযোগে লন্ডনের একটি আদালত দোষী সাব্যস্থ করে ৩০ বছরের জেল দিয়েছে। ব্রিটিশ এয়ারওয়েজের সফওয়ার ইঞ্জিনিয়ার ৩১ বছর বয়সী রাজিব করিম ব্রিটিশ এওয়ার ওয়েজে চাকুরীর সুযোগে সম্পর্ক গড়ে তোলে আন্তôর্জাতিক জঙ্গি সংগঠন আলকায়দার সাথে, আলকায়দা নেতা আনওয়ার আওলাকিকে সে তথ্যপাচার সহ এয়ার ওয়েজ উড়িয়ে দেবার পরিকল্পনা করছিল, তার গতিবিধির উপর নজর রাখছিল ব্রিটিশ গোয়েন্দা বিভাগ। ২০০৯ সালে যুক্তরাজ্যগামী ব্রিটিশ এওয়ারওয়েজের একটি ফ্লাইট উড়িয়ে দেবার প্রস্তুতি কালে ব্রিটিশ গোয়েন্দাদের প্রচেষ্টায় তার সব ষঢ়যন্ত্র ফাঁস হয়ে যায়, গত ২৮ ফেব্রম্নয়ারী চারটি সন্ত্রাসী অভিযোগে তাঁকে দোষী সাব্যস্তô করে আদালত। গতকাল লন্ডনের উলউইচ ক্রাউন কোর্ট তার বিরুদ্ধে এই রায় ঘোষনা করে। রজিবও তার ভাই ছাত্রাবস্থাই জঙ্গিবাদের দিকে জড়িয়ে পড়ে।

জানা যায় এই রাজিব করিমের বাড়ী বৃহত্তর সিলেটে হলেও তাদের পরিবার স্থায়ীভাবে ঢাকায় বসবাস করে। তার ভাই তেহজিব গত বছর ইয়ামেনে আলকায়দা বিরোধী অভিযানে গ্রেফতার হয়, সম্প্রতি সে দেশে ফিরেছে। রাজিব আদালতকে জানিয়েছে সে এবং তার ভাই বাংলাদেশের জেএমবির সাথে সম্পৃক্ত, এছাড়া বাংলাদেশের আরো কয়েকটি রাজনৈতিক দলের সাথে তাদের নিয়মিত যোগাযোগ রয়েছে। ইংল্যান্ডের উত্তরাঞ্চলীয় শহর নিউক্যাসেলে বসবাসকালীন সময় আলকায়দা নেতা আনওয়ার আওলাকির সাথে তার সম্পর্ক স্থাপিত হয় ভাই তেহজিবের মাধ্যমে। তার ইচ্ছে ছিল ব্রিটিশ এওয়ারওয়েজ উড়িয়ে দেবার মাধ্যমে শহীদ হওয়া।

রাজিব ২০০৬ সালে তার স্ত্রী ব্রিটিশ বাংলাদেশী জিজারিন রেজার মাধ্যমে লন্ডনে আসে এবং ২০০৭ সালে ব্রিটিশ এওয়ারওয়েজের ট্রেইনী স্কিমে চাকুরী নেয়। গত বছরের প্রথম দিকে তাকে গ্রেফতার করা হয়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।