আমাদের কথা খুঁজে নিন

   

রাজধানীতে রিকশাচালকদের বিক্ষোভ গাড়ি ভাঙচুর\ আহত অর্ধশতাধিক



স্টাফ রিপোর্টার : ভিআইপি সড়কে রিকশা চলাচল বন্ধ করার প্রতিবাদে রিকশাচালকরা রাজধানীর বিভিন্ন স্থানে ব্যাপক ভাঙচুর করেছে। গতকাল সোমবার সকালে পল্টন থেকে রামপুরা পর্যন্ত শতাধিক যানবাহন ভাঙচুর করে তারা । এতে পুলিশসহ অর্ধশতাধিক আহত হয় । আহতদের বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে। ভাঙচুর চলাকালে পল্টনসহ আশপাশের সড়কে প্রায় দুই ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল।

এ সময় পথচারী ও যাত্রীরা আতঙ্কিত হয়ে দিকবিদিক ছোটাছুটি করতে থাকেন। চরম ভোগান্তিতে পড়েন তারা। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। এদিকে বিক্ষুব্ধ রিকশাচালকরা জানান, সব সড়কে চলাচলের সুযোগ ও পুলিশী হয়রানি বন্ধ না হলে আন্দোলন অব্যাহত থাকবে। প্রত্যক্ষদর্শীরা জানান, রাজধানীর ভিআইপি সড়কগুলোতে রিকশা চলাচল বন্ধ করাকে কেন্দ্র করে গতকাল মুক্তাঙ্গনে রিকশাচালকদের সমাবেশ ছিল।

বাংলাদেশ রিকশা-ভ্যান মালিক-শ্রমিক সংগ্রাম পরিষদ আহূত সমাবেশে যোগ দিতে সকাল থেকে বিভিন্ন স্থান থেকে কয়েক হাজার রিকশাচালক মুক্তাঙ্গনে সমবেত হয়। এরপর তারা মালিবাগ, শান্তিনগর, পল্টন, রামপুরাসহ বিভিন্ন সড়ক অবরোধ করে। এ সময় তারা সড়কে আটকে পড়া কয়েকশ গাড়ি, সিএনজি চালিত অটোরিকশা ও রিকশা ভাঙচুর করে। দৈনিক বাংলা মোড় থেকে পল্টন মোড় পর্যন্ত এলাকায় বিক্ষোভকারীরা চলাচলরত রিকশা উল্টে রাজপথ অবরোধ করে রাখে। বিক্ষোভকারীদের হাতে লাঠি, রড ও রিকশার চেইন ছিল।

শান্তিনগর এলাকায় বিক্ষোভকারীরা তিনজন পুলিশকে পিটিয়েছে বলে জানা গেছে। পরে দুপুর ১টার দিকে বিক্ষোভকারীরা সড়ক ছাড়লে যান চলাচল শুরু হয়। দুপুরে মুক্তাঙ্গনে সমাবেশে বক্তব্য রাখেন সংগ্রাম পরিষদের আহবায়ক আর এ জামান, সদস্য সচিব ইনসুর আলী, আতাহার আলী, আব্দুল মান্নান আলী আহমেদ প্রমুখ। সমাবেশে বক্তারা অভিযোগ করেন, এই সরকার ক্ষমতায় আসার পর একটি মহল শেখ রাসেলের নাম ব্যবহার করে রিকশার প্লেট ও টোকেন ব্যবহার করছে। তাদের ‘অবৈধ' দাবি করে অবিলম্বে এসব রিকশা রাজপথ থেকে তুলে নেয়ার দাবি জানান তারা।

পাশাপাশি সরকারের কাছে তারা ২০০১ সালের চুক্তি অনুযায়ী রিকশা মালিকদের ৪৩ হাজার রিকশার লাইসেন্স দেয়ার দাবি জানান। এসব রিকশা রাজপথে চলাচলে কোনো পুলিশী হয়রানি না করার দাবি জানান তারা। সাধারণ রিকশাচালকদের অভিযোগ, রিকশা চালাতে গেলে প্রতিনিয়ত ট্রাফিক সার্জেন্টদের বখরা দিতে হয়। নাহলে পুলিশ রিকশার সিট নিয়ে নেয়, টায়ারে সুই মারে। এদিকে গাড়ি ভাঙচুর প্রসঙ্গে সংগঠনের আহববায়ক জামান বলেন, এসব আমাদের শ্রমিকদের কেউ করেনি, বিশৃক্মখলা সৃষ্টির জন্য অন্য কেউ এসব করে থাকতে পারে।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.