আমাদের কথা খুঁজে নিন

   

যুদ্ধাপরাধীদের স্বর্গ হবে না যুক্তরাজ্য

যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, গত বছর কমপক্ষে ১০০ সন্দেহভাজন যুদ্ধাপরাধী ব্যক্তি অভিবাসনের জন্য আবেদন করেছেন। বিবিসি জানিয়েছে, এসব সন্দেহভাজন যুদ্ধাপরাধীর একটি অংশ কয়েক বছর ধরে যুক্তরাজ্যে বাস করছে। এরা প্রধানত আফগানিস্তান, ইরান, ইরাক, লিবিয়া, রুয়ান্ডা, সার্বিয়া ও শ্রীলঙ্কা থেকে এসেছে।
যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সিদ্ধান্ত নিয়েছে, দেশটিকে তারা কিছুতেই যুদ্ধাপরাধীদের আশ্রয়স্থল হতে দেবে না।
মানবাধিকার সংগঠনগুলো এ ধরনের অপরাধের ক্ষেত্রে যুক্তরাজ্যেই আরও বেশি করে ফৌজদারি মামলা পরিচালনার দাবি তুলছে।

কারণ, সন্দেহভাজন ব্যক্তিরা নিজ দেশে নির্যাতন বা মৃত্যুদণ্ডের শিকার হতে পারেন, এমন আশঙ্কা দেখা দিলে যুক্তরাজ্য অভিযুক্তদের তাঁদের দেশে ফেরত পাঠায় না।
তথ্য অধিকার আইনে বিবিসির করা আবেদনের পরিপ্রেক্ষিতে যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এসব তথ্য জানিয়েছে। ২০১২ সালের জানুয়ারি মাস থেকে পরবর্তী ১৫ মাসে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ৮০০ জনের আবেদন যাচাই-বাছাই করেছে। তাঁরা সবাই সন্দেহভাজন যুদ্ধাপরাধী বা মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত।
যুক্তরাজ্যের নাগরিকত্ব, রাজনৈতিক আশ্রয় বা দেশটিতে থেকে যাওয়ার আবেদন করেছেন এমন ৯৯ জনের বিরুদ্ধে ‘বিরূপ’ মন্তব্য করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

এ ছাড়া আরও ১৬ জন সন্দেহভাজন যুদ্ধাপরাধী যুক্তরাজ্যে প্রবেশের আবেদন জানিয়েছেন। ।

সোর্স: http://www.prothom-alo.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.