আমাদের কথা খুঁজে নিন

   

যুদ্ধাপরাধীদের বিচার হোক, তবে...

আমি কেমন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও বর্তমানে সমন্বয়কের দায়িত্ব পালনকারী তরিকুল ইসলাম বলেছেন, বিএনপি যুদ্ধাপরাধের বিচার চায়। তবে সে বিচার করতে গিয়ে কাউকে রাজনৈতিক কারণে যেন হেনস্তা করা না হয়। আজ শুক্রবার সকালে মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ফুল দিয়ে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানানোর পর তরিকুল ইসলাম সাংবাদিকদের এ কথা বলেন। একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের খবরে এ কথা জানানো হয়। তরিকুল ইসলাম বলেন, ‘কাউকে বাঁচানোর প্রশ্ন নেই।

তাদের বিচার হোক। আমরা চাই, তাদের বিচার হোক। অবশ্যই বিচার হোক। কারণ, আমরা মুক্তিযোদ্ধার দল। তবে সে বিচার যেন রাজনৈতিক কারণে কাউকে অন্যায়ভাবে শাস্তি দেওয়ার জন্য না হয়, সেটাই আমরা চাই।

’ বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য মওদুদ আহমদ বলেন, যারা মুক্তিযুদ্ধের চেতনার কথা বলছেন, তাঁরাই একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করে সে চেতনা ধূলিসাত্ করেছেন। সু; প,আ ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.