আমাদের কথা খুঁজে নিন

   

মুরসি ভালো আছেন: অ্যাস্টোন

সোমবার অজ্ঞাত স্থানে মুহাম্মদ মুরসির সঙ্গে মিশর সঙ্কট নিয়ে দুই ঘন্টা ‘নিবিড়’ আলোচনা করেন অ্যাস্টোন। এরপর মঙ্গলবার তিনি বলেন, মুরসির টিভি দেখা ও পত্রিকা পড়ার সুযোগ রয়েছে। দেশের পরিস্থিতি সম্পর্কেও তাকে জানানো হয়।
মুরসির সঙ্গে বৈঠকের কথা জানালেও অ্যাস্টন আলোচনার বিষয়বস্তু জানাতে অস্বীকৃতি জানান। ক্ষমতাচ্যুত হওয়ার পর এই প্রথম কোনো বিদেশি প্রতিনিধির সঙ্গে বৈঠক করার সুযোগ পেলেন মুরসি।


বিবিসি কে অ্যাস্টন বলেন, হেলিকপ্টার ও অন্যান্য পরিবহণে সারারাত যাত্রা করার পর একটি সামরিক স্থাপনায় মুরসির সঙ্গে দেখা করেছেন তিনি। ‘মুরসির স্বাস্থ্য ভালো আছে। তিনি হাস্যরসিকতাও করছেন ভালো’ জানান অ্যাস্টন।
অ্যাস্টোন পৌঁছানোর আধঘণ্টা আগে মুরসিকে জানানো হয় তিনি আসছেন। এরপর সামরিক স্থাপনায় দুই উপদেষ্টাসহ মুরসিকে দেখতে পান তিনি।

মুরসির সঙ্গে খুবই খোলামেলা এবং বন্ধুত্বপূর্ণ আলোচনা হয়েছে বলে জানান অ্যাস্টন।
মুরসিকে কোথায় রাখা হয়েছে সে সম্পর্কে কোনো স্পষ্ট তথ্য এখনো পাওয়া যায়নি। তবে ৩ জুলাই সেনাবাহিনীর হাতে ক্ষমতাচ্যুতির পর থেকে মুরসি সেনাতত্ত্বাবধানেই আটক আছেন। নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে মুরসির ৭০ জনেরও বেশি সমর্থক নিহত হওয়ার পর সঙ্কট নিরসনের মধ্যস্থতার চেষ্টায় মিশর সফরে যান অ্যাস্টন। অন্তর্বর্তী সরকারের কঠোর হুঁশিয়ারি সত্ত্বেও মঙ্গলবার কায়রোয় ব্যাপক প্রতিবাদ বিক্ষোভ করার পরিকল্পনা নিয়েছে মুরসির সমর্থক ও মিত্র গোষ্ঠীগুলো।

কোনো ধরনের আইনের লঙ্ঘণ দৃঢ়ভাবে প্রতিহত করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে সরকার। মুরসির সঙ্গে সাক্ষাতের আগে অ্যাস্টন মিশরীয় সেনাপ্রধান জেনারেল আব্দেল ফাত্তা আল সিসিসহ সরকারের মন্ত্রীদের সঙ্গে বৈঠক করেন।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.