আমাদের কথা খুঁজে নিন

   

সেনাবাহিনী আমাকে অপহরণ করেছে: মুরসি

মিশরের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মুহাম্মাদ মুরসি বলেছেন, সেনাবাহিনী তাকে অপহরণ করেছে। এক চিঠিতে তিনি বলেছেন, ক্ষমতা থেকে সরিয়ে দেয়ার আগে সেনাবাহিনীর রিপাবলিকান গার্ড তাকে অপহরণ করে।

গতকাল এ চিঠি মুরসির আইনজীবী মুহাম্মাদ দামাতি মিশরের একটি টেলিভিশনে পড়ে শোনান। চিঠিতে মুরসি জানিয়েছেন, 'মিশরের দয়ালু জনগণের জেনে রাখা দরকার যে, আমার ইচ্ছার বিরুদ্ধে আমাকে জোরপূর্বক গত ২ জুলাই অপহরণ করে ৫ তারিখ পর্যন্ত রিপাবলিকান গার্ডের একটি ভবনে রাখা হয়। তারপর সেখান থেকে আবার জোর করে নৌবাহিনীর একটি ঘাঁটিতে স্থানান্তর করা হয় এবং সেখানে পুরো চার মাস রাখা হয়।'

উল্লেখ্য, চিঠিতে মুরসি নিজেকে মিশরের বৈধ প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করেন এবং তার ক্ষমতাচ্যুতিকে সামরিক অভ্যুত্থান ও অপরাধ বলে উল্লেখ করেন।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।