আমাদের কথা খুঁজে নিন

   

যুদ্ধপরাধীর বিচার বনাম অন্যান্য.........

http://www.facebook.com/SushilSomaj

প্রতি ৫ বছর পর পর বাংলাদেশে নির্বাচন হয়। আসে একটা নির্বাচিত সরকার। নির্বাচিত সরকারের কাজ হল জণগনের প্রতিনিধিত্ব করা এবং তাদের উন্নয়নে কাজ করা। কিন্তু আমরা আসলে কি দেখি, আমরা সরকার মানুষ উন্নয়ন তো দূরের কথা উল্টো তাদের ক্ষতি করা হচ্ছে। সম্প্রতি আওয়ামী লীগ যুদ্ধপরাধীর বিচার, তাহের হত্যা মামলা, বঙ্গবন্ধু হত্যা মামলা ইত্যাদি নিয়ে খুব ব্যস্ত সময় পার করছে।

এসব বিচার এর কি বৈধ নাকি অবৈধ তা নিয়ে আমার মাথা ব্যথা নেই। আমার কথা হল আওয়ামী লীগ এসব করছে কেন? আসলে আওয়মীলীগ কেন সাবেক নির্বাচিত সরকার ও তাই করেছিল আর তা হল আমাদের সামনে ধোঁয়ার মেঘ ঝুলিয়ে দেওয়া। আসলে তারা আমদের উন্নয়ন করতে জানেন ও না, পারেন ও না এবং কি জানেন ও না। কিন্তু কিছু করে তো ৫ বছর সময়টি অতিকান্ত্র করতে হবে তাই তারা ক্ষমতায় আসলে এইসব বিচার করা নিয়ে পরে থাকেন। আমার ধারণা তাদের সামনে ২টি পথ খোলা থাকে, এক, হয় দেশের উন্নয়ন করো কিন্তু এর জন্য তোমাকে অনেক মূল্য দিতে হবে অথবা,বাসায় গিয়ে ঘুমাও তোমার বাসায় তৌফা পৌছে যাবে।

তারা সেই দ্বিতীয় পথটাই বেছে নেয় আর আমাদের বুঝানোর জন্য এইসব বিচার করে। কিন্তু কোন মানুষকে যদি জিগ্যেষ করা হয় তুমি যুদ্ধপরাধীর বিচার চাও না এখন দ্রব্য মূল্যের যেই উর্দ্ধগতি তার সমাধান চাও, উত্তরটা কি আসবে আমাদের সবার জানা...

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।