আমাদের কথা খুঁজে নিন

   

সেদিন তোমায় ... (মাতাল কবি )

Ami odvut and ami real matal na.kobitai matal.

সেদিন তোমায় রাগিয়েয়েছিলাম , দুনিয়ার সব অভিমান এসেছিল , আমার উপর আর তোমার - দুটি ভ্রু কুচকে এক হয়েছিল | কি অদ্ভুত কুহুকিনী দেখাচ্ছিল তোমায় | সেদিন তোমায় হাসিয়েছিলাম , যেন তোমার হাসি কোন এক - মহাসমুদ্রের ঢেউ ; উপড়ে এসে , সে ঢেউ পড়ল আমার বুকে | তোমার হাসির উচ্ছলতায় আমি - ভেসেছিলাম ছোট ডিঙ্গি নৌকায় | সেদিন তোমায় ভাবিয়েছিলাম , আমায় নিয়ে , তোমার ভাবনা দেখে - মনে হল , যেন তুমি পৃথিবীতে এসেছ - শুধু আমায় নিয়ে ভাবতে | সেদিন তোমায় রাঙ্গিয়েছিলাম , আর সেই রঙ্গে তুমি রঙিন হলে , রাঙিয়ে দিলে আমায় ; যেন তুমি - রংধনুর কোন এক রাজ্কন্ন্যা , সাতটি রঙের কারুকাজে তুমি - মনের ক্যান্ভাছে আঁকলে রঙিন ছবি | সেদিন তোমায় কাদিয়েয়েছিলাম , কান্নায় ফেটে পড়লে তুমি , যেন ভেঙ্গে পড়ল আকাশ থেকে - রাশি রাশি অভিমানি মেঘ | সেদিন কান্না ভরা মুখেই - তোমায় আমি শেষ দেখেছিলাম - তুমি আমার কাছ থেকে নিলে - চিরবিদায় |

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.