আমাদের কথা খুঁজে নিন

   

বিশ্বসেরা ১০টি স্নাইপার রাইফেল

নিজের কোনো ক্রিয়েটিভিটি নাই। বেশীর ভাগ ছবি ব্লগ। আরেকজনের ব্লগ থেইকা কপি-পেস্ট করি,ট্রান্সলেট করি।

স্নাইপার রাইফেল হলো এমন এক ধরনের বিশেষায়িত অস্ত্র যা দিয়ে টেলিস্কোপ এর সাহায্য নির্ভুলভাবে লক্ষ্য বস্তুতে আঘাত করা যায়। সাধারন ছোট অস্ত্র থেকে এর প্রধান পার্থক্য হল অনেক দূর থেকে এর কার্যকারিতা ।

এই গুনের কারনে অন্য কোন অস্ত্র এর সাথে পাল্লা দিতে পারে না। যারা স্নাইপার রাইফেল বহন/পরিচালনা করে তাদের স্নাইপার বলা হয়। যে কেউ স্নাইপার হতে পারে না। কঠোর অধ্যাবসায়,ধৈর্য এবং প্রশিক্ষনের মাধ্যমে শুধুমাত্র প্রখর দৃষ্টিশক্তি সম্পন্ন যোদ্ধারাই স্নাইপার হয়। স্নাইপার একটি নিরব ঘাতক।

বিশ্বের অনেক নেতা,ব্যবসায়ী এমন কি ব্যক্তিগত শত্রুতার বলি হয়ে মৃত্যুবরন করতে হয়েছে স্নাইপারের গুলিতে। নিরাপত্তা ও যুদ্ধের প্রয়োজনে বিশ্বের বিভিন্ন দেশ স্নাইপার ব্যাবহার করে। বাংলাদেশও এর ব্যাতিক্রম নয় । অনেক দূর থেকে গুলি করার প্রয়োজনে স্নাইপার রাইফেলের গঠন একটু ভিন্ন হয়। স্নাইপারের গঠন নিয়ে আজ আলোচনা করব না।

আজ আমি আপনাদের বিশ্বের শ্রেষ্ঠ ১০টি স্নাইপার রাইফেলের কথা বলব। আশা করব শুধুমাত্র জ্ঞান আহরণের জন্যই এই পোস্ট পড়বেন , বাস্তব জীবনে ব্যাবহারের জন্য নয় । ১০. M24 Sniper প্রস্তুতকারী দেশঃ আমেরিকা। উৎপাদনকারী প্রতিষ্ঠানঃ Remington Arms ব্যাবহারকারী দেশঃ হাঙ্গেরি, ইসরাইল, আমেরিকা, জাপান, লেবানন । ব্যাবহার কালঃ ১৯৮৮-বর্তমান।

ওজনঃ ৫.৪৯ কেজি । দৈর্ঘ্যঃ ৪৩ ইঞ্চি। রেঞ্জঃ ৮০০ মিটার। ব্যাবহারঃ অপারেশন ডেজার্ট স্ট্রোম, অপারেশন ইরাকি ফ্রিডম, অপারেশন এনডিউরিং ফ্রিডম ইত্যাদি। ভিডিওঃ Remington's M24-A2 Sniper Rifle ০৯।

SR25(Stoner Rifle 25) প্রস্তুতকারী দেশঃ আমেরিকা। উৎপাদনকারী প্রতিষ্ঠানঃ Knight's Armament Company ব্যাবহারকারী দেশঃঅস্ট্রেলিয়া,ইসরাইল,পোল্যান্ড,থাইল্যান্ড,আমেরিকা। ব্যাবহার কালঃ ১৯৯০- বর্তমান। ওজনঃ ৪.৮৮কেজি দৈর্ঘ্যঃ ৪৪ইঞ্চি রেঞ্জঃ কোন তথ্য পাওয়া যায় নি। ব্যাবহারঃ আফগানিস্তান যুদ্ধ,ইরাক যুদ্ধ,পূর্ব তিমরুজ সঙ্কট ইত্যাদি।

ভিডিওঃ SR-25 SASS Future Weapons ০৮. L42 Enfield প্রস্তুতকারী দেশঃ ব্রিটেন। ব্যাবহারকারী দেশঃ ব্রিটেন,আমেরিকা,কানাডা,অস্ট্রেলিয়া,সাউথ আফ্রিকা,নিউজিল্যান্ড,নেপাল,আফগানিস্তান,ইন্দিয়া,শ্রীলংকা। উৎপাদনকারী প্রতিষ্ঠানঃJames Paris Lee, RSAF Enfiel. ব্যাবহার কালঃ ১৯০৭-বর্তমান। ওজনঃ ৪কেজি দৈর্ঘ্যঃ ৪৪.১৫ ইঞ্চি। রেঞ্জঃ ৫০৩ মিটার।

ব্যাবহারঃ প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশবযুদ্ধ,কোরিয়ান যুদ্ধ,আফগান ঔপনিবেশিক বিরোধ, আরব-ইসরাইল যুদ্ধ, নেপালের গৃহ যুদ্ধ,রাজীব গান্ধী হত্যা,আইরিশ স্বাধীনতা যুদ্ধ ইত্যাদি । ভিডিওঃ Long Branch 7.62mm Lee Enfield No 4 Mk 1* ০৭. M21 প্রস্তুতকারী দেশঃ আমেরিকা। ব্যাবহারকারী দেশঃ আমেরিকা। উৎপাদনকারী প্রতিষ্ঠানঃ Rock Island Arsenal, Springfield Armor. ব্যাবহার কালঃ ১৯৬৯-বর্তমান। ওজনঃ ৫.২৭ কেজি।

দৈর্ঘ্যঃ ৪৪ ইঞ্চি। রেঞ্জঃ ৬৯০ মিটার। ব্যাবহারঃ ভিয়েতনাম যুদ্ধ। ভিডিওঃ The M21 Sniper Rifle ০৬. পিএসজি১ PSG1 প্রস্তুতকারী দেশঃ জার্মানি। ব্যবহারকারী দেশঃ আলবেনিয়া, ফ্রান্স, জার্মানি, ইন্দিয়া, ইন্দোনেশিয়া, লুথেনিয়া, লুক্সেমবার্গ, মালয়শিয়া, মেক্সিকো, নেদারল্যান্ড, নরওয়ে, স্পেন, পাকিস্তান, আমেরিকা, উৎপাদনকারী প্রতিষ্ঠানঃ Heckler & Koch GmbH SEDENA ব্যাবহার কালঃ ১৯৭২-বর্তমান।

ওজনঃ ৭.২ কেজি। দৈর্ঘ্যঃ ৪৮.৯ ইঞ্চি। রেঞ্জঃ ৮০০ মিটার। ব্যাবহারঃ তথ্য পাওয়া যায় নি। ভিডিওঃ Tokyo Marui PSG-1 Review ০৫. Dragunov SVD প্রস্তুতকারী দেশঃ রাশিয়া ব্যাবহারকারী দেশঃ আফগানিস্তান, আলবেনিয়া, বাংলাদেশ(চায়নিজ ভার্সন),বেলারুশ,বুলগেরিয়া,চায়না, চেক রিপাবলিক, ফিনল্যান্ড,জর্জিয়া, হাঙেরী,ইন্দিয়া,ইরাক,ইরান, কাজাখাস্তান,কিরগিস্তান,নিকারাগুয়া, উত্তর কোরিয়া, পোল্যান্ড, রোমানিয়া,রাশিয়া ফেডারেশান, স্লোভাকিয়া,সাবেক সেভিয়েত ইউনিয়ান, তাজিকিস্তান, তুরস্ক, তাজিকিস্তান, ইউক্রেইন, উজবেকিস্তান, ভেনেজুয়েলা, ভিয়েতনাম ।

উৎপাদনকারী প্রতিষ্ঠানঃ Izhmash, Ordnance Factories Organisation, Norinco ব্যাবহার কালঃ ১৯৬৩-বর্তমান। ওজনঃ ৪.৪০ কেজি। দৈর্ঘ্যঃ ৪৪.৭ মিটার। রেঞ্জঃ ৮০০ মিটার। ব্যাবহারঃ ভিয়েতনাম যুদ্ধ, কোম্বোডিয়া-ভিয়েতনাম যুদ্ধ, সোভিয়েত-আফগানিস্তান যুদ্ধ,প্রথম ও দ্বিতীয় চেচন যুদ্ধ।

ভিডিওঃ Dragunov (SVD) ০৪. AS50 প্রস্তুতকারী দেশঃ ব্রিটেন। ব্যাবহারকারী দেশঃ ব্রিটেন। উৎপাদনকারী প্রতিষ্ঠানঃ তথ্য পাওয়া যায় নি। ব্যাবহার কালঃ ২০০৬-বর্তমান। ওজনঃ ১২.২ কেজি।

দৈর্ঘ্যঃ ৫৩.৯ইঞ্চি । রেঞ্জঃ ১৫০০ মিটার। ব্যাবহারঃ নেই। ভিডিওঃ AS50 .50 BMG Sniper Rifle ০৩. Barrett .50 Cal প্রস্তুতকারী দেশঃ আমেরিকা। ব্যাবহারকারী দেশঃ আমেরিকা।

উৎপাদনকারী প্রতিষ্ঠানঃ Barrett Firearms Company ব্যাবহার কালঃ তথ্য পাওয়া যায় নি। ওজনঃ ১১.৩৬ কেজি। দৈর্ঘ্যঃ ৫০.৪ইঞ্চি। রেঞ্জঃ ২৬০০মিটার। ব্যাবহারঃ তথ্য পাওয়া যায় নি।

ভিডিওঃ M107 Barrett 50 Cal ০২. Cheytac .408 cal প্রস্তুতকারী দেশঃ আমেরিকা। ব্যাবহারকারী দেশঃ আমেরিকা উৎপাদনকারী প্রতিষ্ঠানঃ Chey Tac ব্যাবহার কালঃ ২০০১- বর্তমান। ওজনঃ তথ্য পাওয়া যায় নি। দৈর্ঘ্যঃ তথ্য পাওয়া যায় নি। রেঞ্জঃ ৩০০০মিটার।

ব্যাবহারঃ তথ্য পাওয়া যায় নি। ভিডিওঃ Cheytac M 400 .408 Sniper rifle ০১. L115A3 AWM প্রস্তুতকারী দেশঃ ব্রিটেন। ব্যাবহারকারী দেশঃ বাংলাদেশ ,জার্মানি,ইন্দোনেশিয়া,ইটালি, নেদারল্যান্ড,পোল্যান্ড,রাশিয়া,ব্রিটেন। উৎপাদনকারী প্রতিষ্ঠানঃ Accuracy International ব্যাবহার কালঃ ১৯৯৭-বর্তমান। ওজনঃ ৬.৯ কেজি দৈর্ঘ্যঃ ৪৮.৪ ইঞ্চি।

রেঞ্জঃ ১৪০০ মিটার। ব্যাবহারঃ আফগানিস্তান যুদ্ধ, ইরাক যুদ্ধ। ভিডিওঃ The British-made L115A3 Long Range Rifle এড : ক্রিয়েটিভ ও ইউনিক ডিজাইনের কিছু মাউস কালেকশন (পার্ট-১) কে কোন ব্রাউজার ইউজ করেন? একটি গো-বেষনা মুলক পোষ্ট একটি বল্টু মিয়া প্রোডাকশন ধন্যবাদ কষ্ট করে পড়ার জন্য

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।