আমাদের কথা খুঁজে নিন

   

বিশ্বসেরা বিশ্বকাপ দলঃ বাংলাদেশ

কিছু বুললে তো বুলবে বুলছি....

অসাধারণ দল বানিয়েছেন নির্বাচকেরা। বলা যায় এই বিশ্বকাপে যতগুলো দল খেলবে, সবার সেরা দল এই বাংলাদেশ দল। যে দলে আশরাফুলের মত Local top (Int’l flop) খেলোয়াড়ের লাইফটাইম চান্স আছে, যে দলে ৫৩ বলে ১৮ রান (কখনও এর চেয়েও বেশি ব্যবধান) করার মত গতিশীল ব্যাটসম্যান রয়েছেন, আর যে দলে মাশরাফির (বিশেষণ নিষ্প্রয়োজন) জায়গাই হয়না অযৌক্তিক কিছু যুক্তিতে, সে দল ঘরের মাঠের বিশ্বকাপ ফাটিয়ে দেবেনা তো কারা দেবে??? আমি নাইনটি-নাইন% আশাবাদী- আশরাফুল এই সিরিজেও তার Experimental stylish batting অব্যাহত রাখবেন, বিপক্ষ দলের ফিল্ডারদের পরবর্তী ম্যাচের প্রস্তুতির সুবিধার্থে কে ধরবে ললিপপ শীর্ষক ক্যাচিং প্র্যাকটিসের আয়োজন করবেন এবং সর্বোপরি Do or Die ম্যাচে দলকে পাতালপুরীতে পাঠানোর সুব্যবস্থা করবেন। তার সঙ্গে রকিবুল প্রয়োজনের সময় তাঁর ট্রেডমার্ক 16 MB RAM পারফরম্যান্স দেখাবেন, ইমরুলের ব্যাটের ব্যাটারীর ঘন্টাখানেকের মধ্যেই হয়ে যাওয়া লো প্রেশারের প্রাথমিক চিকিৎসা করতে ব্যাটের মালিককেই আগে ড্রেসিংরুমে পৌঁছাতে হবে, হয়ত এই মুহূর্তে আমার মাথায় আসছে না এমন কিছুও আমাদের দৃষ্টির বাউন্ডারিতে আসবে। বাকি ১%? নাহয় রেখে দিলাম জটিল রহস্যময়/অলৌকিক কিছুর সম্ভাবনার আশায়!


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।