আমাদের কথা খুঁজে নিন

   

বিশ্বসেরা ছোটগল্পকারকে শ্রদ্ধা



বিশ্বসেরা ছোটগল্পকার রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়ান দিবস হিসেবে তাঁরই লেখা থেকে তোলা খুবই অল্পকিছু মনিমুক্তো নিয়ে সাজানো মালার বিনম্র প্রয়াস- বাল্যবিধবা: যেন শরতের শিশিরাপ্লূত শেফালির মতো বৃন্তচ্যূত; কোন বাসরঘরের ফুলশয্যার জন্য সে নহে, সে কেবল দেবপূজার জন্যই উৎসর্গ করা। প্রেমপত্র লেখার পটভূমি: ভালবাসার মধ্যে ..একটি কাতর সংকোচ। বিনা সাক্ষাৎকারে চিত্ত আকর্ষনের এই এক উপায়। কবিতা লেখার ঝোঁক: কবিতা যেন বৃদ্ধবয়সের দ্বিতীয় স্ত্রীর মতো..। ভাল লেখা পাঠ পরবর্তী অনুভূতি: 'ঠিক এই কথাই আমি বলিতে চাই, কিন্তু বলিতে পারি না।

অথচ .. এসব ভাব জোগায় কোথা হইতে। ' সত্য ও কল্পনা: সত্য নীরব, কল্পনাই মুখরা। সত্যঘটনা ভাবস্রোতকে পাথরের মতো চাপিয়া থাকে, কল্পনাই তাহার পথ মুক্ত করিয়া দেয়। মনের বেগ: মনের বেগ পার্বতী নদীর মতো নিজের জন্মশিখরে আবদ্ধ হইয়া থাকিতে চাহে না। কোনো একটা উপায়ে বাহির হইবার চেষ্টা করে।

অকৃতকার্য হইলে বক্ষের মধ্যে বেদনার সৃষ্টি করিতে থাকে। একান্তজনের আত্মীয় সংগ: যাহাকে ভালবাসা যায় তাহার নিকটবর্তী আত্মীয়ের সংগ মধুর বোধ হয়। হৃৎপিন্ড: হৃৎপিন্ডটা যদি লোহার বয়লার হইত তো এক চমকে ফাটিয়া যাইত। *********** ওপরের সবই একটি ছোটগল্প থেকে নেয়া। গল্পটি........



এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।