আমাদের কথা খুঁজে নিন

   

আসরাফ বাবুর গন্ধ....



আসরাফ বাবু, তুই গন্ধ পাইয়েছিস যে লীগ ফের ক্ষ্যামতায় আসিবে। বাবু, তুহার নাক বহুত শক্ত আছে। বাবু, হামাদের বাস্তির বুড্ডার বাপ রোজ রাইতে দেশী মদ গিলিয়া মাতোয়ালা হয়া কাহিতো "চোলাইতে আমি মহুয়ার সুবাই পাইরে বুড্ডা...মাতোয়ালা মহুয়ার সুবাস পাই।" আসরাফ বাবু, তুহার নাক বহুত শক্ত আছে। বাবু, তুই গন্ধটা দিনের বেলা পাইয়েছিলি নাকি রাইতের বেলা পাইয়েছিলি!!! হামাদের বুড্ডার বাপ কিন্তু রোজ রাইতের বেলাই গান্ধা চোলাই খাইতো আর মহুয়ার সুবাস পাইতো। মাতোয়ালা হয়া কাহিতো "চোলাইতে আমি মহুয়ার সুবাস পাইরে বুড্ডা...মাতোয়ালা মহুয়ার সুবাস পাই।" আসরাফ বাবু, পাঁচটা সিটি করপেরেশানের নির্বাচনের সময়ে তোর কি সর্দ্দি লাগিয়েছিলিস!! আহারে, তখন তুহার নাক কোন গন্ধ পাইলো না!!! কেন যে সর্দ্দি লাগাইয়েছিলিস!!! হামাদের বাস্তির বুড্ডার বাপ কিন্তু রোজ রাইতেই গান্ধা চোলাই গিলিত আর মহুয়ার সুবাস পাইতো... সর্দ্দি লাগিলেও সুবাস পাইতো না লাগিলেও সুবাস পাইতো.... আসরাফ বাবু, তুহার নাক বহুত শক্ত আছে...বুড্ডার বাপের থেকে ভি বহুত শক্ত আছে.... সর্দ্দি থেকা সাবধানে থাকিস বাবু...খুব খেইয়াল কইরা থাকিস... পুনশ্চ: জরিপের বদলে যে ব্যক্তি নিজেক রাজনীতিক পরিচয় দিয়ে গন্ধতত্ব হাজির করে সে জরিপের সত্যতা এবং ভিত্তিকেই প্রশ্নবিদ্ধ করে। আর, এমন নিম্ন শ্রেনীর রাজনীতিকরা সুবাসের বদলে গন্ধই ছড়িয়ে সহজ সরল রাজনীতিকে গন্ধময় করে তুলেন। পোস্ট লিংক: Click This Link পেইজ লিংক: Click This Link

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।