আমাদের কথা খুঁজে নিন

   

মাঝে মাঝে আমার হৃদয় ভালবাসি বলে চিৎকার করে উঠে

জনক কিংবা পিতাকে নিয়ে প্রশ্ন তোল না// যে মায়ের আঁচলে ভাত খাওয়া হাত মুছেছি, কোনোদিন এই আমি তার সামনে দাঁড়াতে পারব না।// (নজরানাঃ জাতির জনক শেখ মুজিবকে)

মাঝে মাঝে আমার হৃদয় ভালবাসি বলে চিৎকার করে উঠে শান্ত মনের ভেতর উম্মাতাল ঢেঊ উঠে কেনো জানি তখনো আমি শান্ত থাকি; নির্বাক চেয়ে থাকি পাখিদের নীড়ে ফেরা-- মনে হয় কথা বলার কোনো শক্তি আমার নেই হাত-পা গুলো কেনো জানি অবশ হয়ে আসে। তবু হৃদয় ভালবাসি বলে চিৎকার করে যেমনটি মিথ্যাবাদী রাখাল, বাঘ-বাঘ বলে চিৎকার করেছিল। মনে হয় কোনো অশান্ত পৃথিবীতে রেখে আসতে চায় আমাকে; নির্বাক আমি শুধু ফ্যাল ফ্যাল করে চেয়ে থাকি- কিছু বলতে পারি না, হয়ত বলার সাহসও পাই না। কিছুই বলতে পারি না, অপারগ এই আমি ভেতরে কে যেন হাসে, করে কানাকানি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.