আমাদের কথা খুঁজে নিন

   

চালক এবং গিনিপিগ

একজন ডিপ্লোমাধারী দিনমজুন

আমাদের যাদের গাড়ি নাই তারা সাধারন ভাবে ফুটপাথ দিয়া চলা চল করি । কিন্তু সেখান ও আজ কাল কিছু ( Bast*…খান** মাগ* ...) মোটর সাইকেল চালক সেটাও রাখে না ...সন্দোর করে গিনি পিগ মনে করে আমাদের উপর দিয়া চাইলায় দেয় । আর কিছু মাইয়া দেখলে বস্তির পোলা তো সামনে গিয়া হুদা হর্ন দিব , রেস দিয়া সাউন্ড করবো ভাব এমন যে দেখ আমার নতুন মোটর সাইকেল । কিছু বাপ-মা আছে পোলারে গাড়ি দিবো । এখন ছেলে বাহির হইয়া বাংলাদেশে আমাদের মত গিনি পিগ গুলারে চাপা দিবো , ছিনতাই , অপহরন , ড্রাগ আনবো ।

আমি মনে করি ৮৫% দূঘটনা হয় চালকের কারণে বা তাদের মালিক প্রশেয়ে ...। চালা তুই আমি আছি , মরলে মরবো আর পুলিশ তো আছে ২০০০ থেকে ৫০০০ টাকা ই নাইলে যাইবো...............। একবার ভেবে দেখুন কেবল এই মাসে আপনি কত গুলো সড়ক দূঘটনা কথা শুনেছে বা দেখেছেন । যদি কোন দৈনিক পত্রিকার হিসাব নেন তবে তা ২০ বা ২৫ এর কম হবে না । তার অথ্ প্রতি ২\১ দিন এ এক জন সড়ক দূঘটনায় পড়েছেন।

আমার এই লেখার গালি গুলা শুধু ঐ সব চালক , মালিক ও তাদের বংশধরদের জন্য আর আমার এই গালি গুলা নিয়া কিছু বলবেন আপনারা বুঝে নিবেন তারা All ready ঐ কাম করসেন ...তাই তার সম্মানে লাগলো । আর আপনাদের এ ছাড়া যদি কন কিছু বলার থাকে তবে আমি আমার লেখার সাথে আপনের নাম যোগ করে আপডেট করে দিবো । যারা বিপক্ষে তাদেরকে উপযুক্ত জবাব দিতে পারবো আশা রাখি ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.