আমাদের কথা খুঁজে নিন

   

ক্রিকেটে যাদের ভাগ্য বদল

পারিবনা পারিবরা এই কথাটি বলিও না আর একবার না পারিলে দেখ শতবার। আমি কিছুই পারিনা চেষ্টায় আছি কিছু পারার কিছু করার যদি খোদা থাকে সাথে। কেউ ফেবুতে ক্যাচাল করতে চাইলে fb.com/kalochita

বাংলাদেশ দলের পেসার রুবেল হোসেন বলেছেন, তিনি যদি ক্রিকেটার না হতেন তবে দুবাইয়ের কোন কনস্ট্রাকশন কোম্পানিতে চাকরি করতেন। সম্ভবত সেখানে তাকে টয়লেট মেরামতের কাজ করতো হতো। বাগেরহাট জেলার এক জেলের ছেলে বাংলাদেশ দলের ২১ বছর বয়সী রুবেল।

অনেক সংগ্রাম করেই আজ এ পর্যায়ে এসেছেন। বাবা সিদ্দিকুরের নিষেধ সত্ত্বেও গোপনে ক্রিকেট খেলা চালিয়ে যেতেন রুবেল। মা রুবিয়ান তাকে মনেপ্রাণে উৎসাহ দিতেন খেলা চালিয়ে যেতে। শুরুর দিকে ব্যাটসম্যান থাকলেও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পেসার হান্ট কর্মসূচিই তাকে পেস বোলার বানিয়ে দেয়। ক্রিকেটের শুরু গল্প বলতে গিয়ে রুবেল বলেন, ‘আমি যখন ক্রিকেট শুরু করি, তখন ব্যাটসম্যান ছিলাম।

বাবা ক্রিকেট খেলা পছন্দ করতেন না। খেলার কারণে আমার পড়াশোনা বন্ধ করে দিয়েছিলেন। বাবাকে না জানিয়ে ক্রিকেট খেলেছি। আমি যখন ব্যাটিং করতাম কোন বোলার আমাকে আউট করতে পারতো না। ঢাকায় পেসার হান্ট কর্মসূচিতে অংশ নিয়েই পেস বোলার বনে যাই।

প্রথমবার যখন আমি পেসার হান্টে ঢাকায় আসি তখন বাবা আমাকে ভাড়া দিতে পারেননি। বাসের ছাদে করে ঢাকায় আসতে হয়েছে আমাকে। প্রথমবারের ট্রায়ালে আমি ৭২ মাইল বেগে বল করি। দ্বিতীয়বারে ৮২ মাইল বেগে বোলিং করায় আমার কপাল খুলে যায়। প্রথমবার ঢাকা এসে অনেক বিপদে পড়েছিলাম।

কোথাও থাকার জায়গা না থাকায় বিসিবি থাকার জায়গা ঠিক করে দেয়। ক্রিকেটই আমার ভাগ্য বদলে দিয়েছে। ক্রিকেট বাংলাদেশের আরও অনেকের ভাগ্য বদলে দিয়েছে। মুদি দোকানদারের ছেলে সফিউল পেসার হান্ট কর্মসূচিতে অংশ নিয়ে আজ দেশসেরা পেসার হয়েছে। বাংলাদেশ দলের অধিনায়ক সাকিবও উঠে এসেছেন সেই প্রত্যন্ত জনপদ মাগুরা থেকে।

নাঈম ইসলাম, মুশফিকুর রহিম, ইমরুল কায়েস, রকিবুল হাসান- এদের কারোরই পরিবার তেমন সচ্ছল ছিল না। ক্রিকেট ব্যয়বহুল খেলা। গরিব পরিবারের ছেলেমেয়েদের পক্ষে এই ব্যয়বহুল খেলার চর্চা করা সম্ভব নয়। বাংলাদেশের মতো গরিব দেশে ক্রিকেটার জন্ম দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)। বিকেএসপি থেকেই উঠে এসেছে বর্তমান জাতীয় দলের অধিনায়ক সাবিক আল হাসান, সোহরাওয়ার্দী শুভ, নাঈম ইসলাম, মুশফিকুর রহিম ও নাজমুল হোসেন।

ঢাকার পাশাপাশি বিকেএসপির শাখা রয়েছে রাজশাহী, চট্টগ্রাম, খুলনা ও বরিশালে বিভাগে। সূত্র


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।