আমাদের কথা খুঁজে নিন

   

ক্রিকেটে ফিরতে চান আশরাফুল

আইসিসি নিরাপত্তা ও দুর্নীতি দমন কমিশনের (আকসু) সুপারিশ অনুযায়ী সরাসরি ম্যাচ ফিক্সিংয়ে জড়িত থাকার অপরাধে পাঁচ বছর থেকে আজীবন নিষিদ্ধ হতে পারেন আশরাফুল।

দীর্ঘ মেয়াদে শাস্তির ব্যাপারটি অনেকটা নিশ্চিত হওয়ার পর ক্রিকেটে ফেরার আকুতি জানিয়েছেন দেশের ক্রিকেটের প্রথম সুপারস্টার। গতকাল বাংলাদেশ প্রতিদিনকে মোহাম্মদ আশরাফুল বলেন, 'আন্তর্জাতিক ক্রিকেটে অনেকেই নিষিদ্ধ হওয়ার পর আবার ফিরে এসেছে। আমিও ক্রিকেটে ফিরতে চাই। ' প্রয়োজন হলে আপিল করার কথাও বলেন তিনি, 'আমি নিশ্চিত নই, আমার শাস্তি কেমন হবে।

তবে আমি রায় দেখার পর আপিল করার ব্যাপারে সিদ্ধান্ত নেব। প্রয়োজন হলে আমি একজন আইনজীবী নিয়োগ দেব। ' প্রসঙ্গ, বাংলাদেশ প্রিমিয়ার লিগের ফিক্সিং কেলেঙ্কারির তদন্ত প্রতিবেদন গতকাল বাংলদেশ ক্রিকেট বোর্ডের কাছে হস্তান্তর করেছে আকসু। প্রতিবেদনে মোট নয়জনকে অভিযুক্ত করে শাস্তির ব্যাপারে সুপারিশ করা হয়েছে। কিন্তু অভিযুক্তদের নাম উল্লেখ করা হয়নি।

তবে আশরাফুলের জড়িত থাকার বিষয়টি নিশ্চিত। কেননা গত ৪ জুন মোহাম্মদ আশরাফুল বিপিএল ফিক্সিংয়ে জড়িত থাকার কথা স্বীকার করে দেশবাসীর কাছে ক্ষমা চেয়েছেন। ওইদিন সকালে বিসিবির অ্যাডহক কমিটির জরুরি সভায় আশরাফুলকে সাময়িকভাবে সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ করা হয়।

 

 

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।