আমাদের কথা খুঁজে নিন

   

শ্রীমঙ্গলে দুর্নীতি বিরোধী পথনাট্যেৎসব

আমি সততা ও স্বচ্ছতায় বিশ্বাস করি।

‘দুর্জয় তারুণ্য দুর্নীতি রুখবেই’ এ শ্লোগানকে সামনে রেখে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর সচেতন নাগরিক কমিটি (সনাক) আয়োজিত শ্রীমঙ্গল পৌরসভা শহিদ মিনারে দু’দিন ব্যাপী দুর্নীতি বিরোধী পথনাট্যেৎসব উদ্যাপিত হয়েছে। গত সোমবার ও মঙ্গলবার সন্ধ্যা ৬ টা থেকে রাত ৯ টা পর্যন্ত স্থানীয় ও বহিরাগত বিভিন্ন নাট্য সংগঠনের অংশগ্রহণে মোট ৬ টি নাটক পরিবেশিত হয়। দু’দিন ব্যাপী আয়োজিত পথনাট্যেৎসবের ১ম দিন সোমবার সন্ধ্যায় সনাক শ্রীমঙ্গলের গণনাট্যদলের প্রযোজনা ভিত্তিক নাটক ‘আর কতদূর’ পরিবেশনের মধ্য দিয়ে পথনাট্যেৎসবের উদ্বোধন করা হয়। পরে মোস্তাক আহমেদের রচনা ও নির্দেশনায় সিলেট থেকে আগত থিয়েটার বাংলা’র নাটক ‘বিভ্রাট’ এবং কামরুজ্জামান তোফা ও আব্দুল্লাহ্ আল মামুনের নির্দেশনায় মান্নান হীরা রচিত নাটক ‘বউ’ পরিবেশন করে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ব-বিদ্যালয়ের থিয়েটার সাষ্ট। এছাড়া নাট্যেৎসবের ২য় দিন মঙ্গলবার প্রথমে হবিগঞ্জের খোয়াই থিয়েটারের পরিবশনায় মোফাকখারুল ইসলাম জাপানের রচনায় এবং মোক্তাদির হোসেনের নির্দেশনায় পরিবেশিত হয় নাটক ‘ঈশ্বরের আদালত’। পরে জোসেফ মুরাদ ও ফখরুল হামিদের পরিকল্পনা ও নির্দেশনায় হবিগঞ্জের শায়েস্তাগঞ্জের দেশ নাট্য গোষ্ঠীর নাটক ‘সোনার চর’ এবং সনাক শ্রীমঙ্গলের ইয়েস আহ্বায়ক নীহারেন্দু করের রচনায় ও নীলকান্ত দেবের নির্দেশনায় শ্রীমঙ্গলের প্রান্তিক থিয়েটারের নাটক ‘মুমুা’ পরিবেশিত হয়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.