আমাদের কথা খুঁজে নিন

   

ফাল্গুনে, আগুণ ঝরে ; তবু পাতায় পাতায় মিল ;

- শাফিক আফতাব----- পাতাঝরা বৃক্ষরা ক্রমশ হতেছে পল্লবিত ; বকোন আর হাইলোন খন্দিছে এই ফালগুনে, রোমাঞ্চিত বাতাসে সবাই আর্ত-পীড়িত ; পুড়ে পুড়ে সাড়া সবাই প্রেমের আগুণে। তোমারও সর্বদা পাইন ধরিয়াছে সাদা চামড়ায়, জোয়ারের বেলা যেন খুব সন্নিকটে ! ফাগুন এসেছে তোমার নাগরিক কামরায় ; নুন ঝরিতেছে বুঝি ! নরম তলপেটে, কোকিল আর কাক সমার্থক শব্দের মতো পাশাপাশি ; তুমি আর আমি যেন অনুরূপ অনুষঙ্গ, কবেই আমরা হলাম একান্ত কাছাকাছি, আহা ! কত সুন্দর ! প্রাচীন বাংলার জনপদ ‘বঙ্গ’। ফাল্গুনে আগুণ ঝরে ; তবু পাতায় পাতায় মিল ; তোমার আমার মাঝে বুঝি তাই এতই অন্তমিল। ০৫.০৩.২০১৩

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।