আমাদের কথা খুঁজে নিন

   

বসন্ত সাজ এই ফাল্গুনে

বসন্ত সাজ এই ফাল্গুনে ডা.সুরাইয়া হেলেন খোঁপায় পরেছি হলুদ গাঁদার ফুল, কর্ণে দুলিয়েছি কিংশুকের দুল। পরেছি পলাশ রঙা শাড়ী, হাতে আমার কৃষ্ঞচূড়ার চুরি। গলায় গোধূলি সূর্যৃ হার, অশোকের নূপুর পায়ে আমার। কপালে পরেছি শিমূল পাঁপড়ি টিপ, হাতে ধরেছি ফাল্গুনী সন্ধ্যাতারার দীপ। বহ্ণি হয়ে পোড়াতে এসেছি, ফাল্গুনী আমি, বলতো বসন্ত,কেমন সেজেছি?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।