আমাদের কথা খুঁজে নিন

   

রঙ্গিন পোস্টারে ঈদের শুভেচ্ছ! চাই না, চাই না।

বাংলায় কথা বলি,বাংলায় লিখন লিখি, বাংলায় চিন্তা করি, বাংলায় স্বপ্ন দেখি। আমার অস্তিত্ব জুড়ে বাংলা ভাষা, বাংলাদেশ।

ঢাকাসহ সারা দেশের দেয়ালে ছেয়ে যাচ্ছে বহুরঙ্গা ঈদের শুভেচ্ছার পোস্টারে। বেশীর ভাগই রাজনৈতিক নেতাদের। তবে ২/১ জন ব্যতিক্রম তো আছে।

তবে তারা যে নির্বাচনে দাড়াবেন পোস্টার দেখলেই বোঝা যায়। যাত্রাবাড়ী এলাকায় দেখলাম কোন এক স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মহোদয় বিশাল আকারের এক পোস্টার সেটে দিয়েছেন দেয়ালে দেয়ালে। তার পোস্টারে আবার একটি প্রধান দলের নেতাদের ছবি শোভা পাচ্ছে। আমার মনে হয় শুভেচ্ছা জানাতে গিয়ে পোস্টার ছেপে কোটি কোটি টাকা নস্ট করা উচিত নয়। এই সব টাকায় দরিদ্রদের সহায়তা করলে সেটাই হতে পারত সত্যিকার ঈদ শুভেচ্ছ।

যেমন - ঈদের দিন ও ঈদের পরের দিন গরীবদের মাঝে ভাল খাবার বিতরণ করা যায়। সবার প্রতি আহ্বান পোস্টার ছেপে কোটি কোটি অপচয় না করে সেই টাকায় মানুষের সেবা করুন। সেটাই হবে সব চেয়ে বড় ঈদ শুভেচ্ছা। ম,নে রাখতে হবে সামান্য কটা টাকার জন্য মানুষ গার্মেন্টস- চাকরি করে প্রাণ হারায়। এক মুঠো ভাতে জোগাতে ঘাম দর দর করে ঝড়ে গরীব মানুষের ।

সেখানে টাকা অপচয় করা কি ঠিক। বি.দ্র.- এক জন শিক্ষক কত টাকা বেতন পান? তিনি কিভাবে এতো দামী পোস্টার ছাপেন? তার টাকার উৎস কি? রঙ্গিন পোস্টারে ঈদের শুভেচ্ছ! চাই না, চাই না।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.