আমাদের কথা খুঁজে নিন

   

আব্বা একটা চির রঙ্গিন বই!

সুন্দর সমর

আব্বার সাথে বইয়ের দোকানে ঘুরছি। পাঠ্য বই কিনবো। সে সময় চোখে পড়ল গল্পের বইটার দিকে। চকচকে প্রচ্ছদ। চমৎকার কাগজ।

ভাষা ঝরঝরে। বইটা উল্টে-পাল্টে দেখে রেখে দিলাম। মাসের শেষ টানাটানি চলছে। এ বই কেনার কথা বলব না। পাঠ্য বই কেনা শেষ।

আব্বা দোকানি চাচাকে বললেন ও বইটা দাওতো ভাই! আমি অবাক হয়ে গেলাম। সে বই কবে হারিয়ে গেছে। আব্বাও নেই। কিন্তু আব্বার কথা ভাবলেই ঝলমলে বই, রঙচঙে প্রচ্ছদ, নতুন বইয়ের খোশবু সাথে আব্বার গায়ের ঘামের গন্ধে স্মৃতি একাকার হয়ে যায়। আব্বা একটা চির রঙ্গিন বই!


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।