আমাদের কথা খুঁজে নিন

   

রোদের চাদর

রোদ ভেঙ্গেছে আজ।
কালো পতাকার কাপড়ের মত নিশ্চুপ পড়ে আছে সে,চক্রাকারে উড়ন্ত শকুন চোখ তুলে তাকাবে না তার পানে ; আর মিছে ঘুংগুরের জলে নামবে না আকাশের নীল , শুধু ঘুম আর জাগোয়ার ছবি হয়ে আসবে না । বৃত্তের মত সূর্য এসে তার গায়ে জড়াবে না রোদের চাদর,ম্লান হয়ে পাহাড়ের পথে-পথে উড়বে না ধূলির ধূসর ; ওই পথে পায়ে-পায়ে হাঁটবে না আর কোন শুক্লপক্ষের রাতের আঁধারে কিংবা তীক্ষ্ণ ফলা হাতে ছুটবে না ছিঁড়ে দিতে রাক্ষুসীর বেয়ে চলা কালো জাল । জীবনের রং নিভে গেছে তার সীমানায় শেষ হওয়া নীলের মত, ফ্যাকাশে মুখে শুধু চেয়ে আছে নক্ষত্রের আলোয় শেষবার আলোকিত হওয়া পৃথিবীর পথে,ইউক্যালিপ্টাসে ; তার শুধু স্থির চোখে চেয়ে থাকা আর ঘ্রাণহীন নিঃশ্বাসে বেঁকে যাওয়া ধূলোময় পথের মত ।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।