আমাদের কথা খুঁজে নিন

   

রোদের বন্ধু

© এই ব্লগের সকল পোষ্ট,ছবি,থিম প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে কোথাও বিনা অনুমতিতে প্রকাশ করা নিষেধ ।

জানালার গ্রিল এর ফাঁক গলে রোদ এসে পরে আমার ঘরের মেঝেতে রোদের মাঝে চলে আলোছায়ার লুকোচুরি খেলা আমি তাকিয়ে রই...রোদের তৈরি ভাস্কর্যের দিকে, জানালার ঐ মরচে পড়া লোহার শিক গুলো দিয়ে সে তৈরি করে, স্বপ্নের বৃত্ত,চতুর্ভুজ...সরল কিংবা বক্র রেখা । আমি চলতে চলতে থেমে যাই রেখার সাথে রেখার মিল দেখে, কখনোবা থেমে যাই পথ খুঁজে না পেয়ে। রোদ কে করতে যাই মুঠো বন্দী,কখনোবা... কখনো কখনো আমি রোদের ভেতর খুঁজি নিজের অস্তিত্ব, রোদ ঢাকা পরে যায় কখনো কখনো মেঘের নীল কষ্টে,অনেকটাই আমার মত করে। আবার..নিজেকে বিলিয়ে দেয় গূধূলীর শেষ লগ্নে আঁধারের কাছে, অনেকটাই আমার মত করে।

আমি তাই রোদের সঙ্গী,হেটে যাই তাই উত্তপ্ত রাজপথে রোদ কে সাথে করে, রোদের সাথে করি তাই মিতালী। নিজেকে মিলাই রোদের শৈশব,কৈশোর,প্রৌঢ়ের সাথে নিজের অস্তিত্ব, রোদকে তাই ভালোবাসি বন্ধু ভেবে । । । ।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।