আমাদের কথা খুঁজে নিন

   

আসাধারন সাধারন(GENERAL) (যারা সেইফ থেকে জেনারেল হইছেন তাদের জন্য নিষিদ্ধ)

হাই! আমি ভাইরাস। আপনার মস্তিষ্কে ঢুকতে যাচ্ছি। ওয়েট! মস্তিষ্ক খুঁজছি…খুঁজছি…সরি, আপনার কোনো মস্তিষ্ক খুঁজে পাওয়া যায়নি। আমি চললাম। বাই!

GENERAL –বাংলায় যার আর্থ সাধারন।

GENERAL companyর(মনে হয় কোম্পানি ভালই,কেননা আমার এই ছোট্ট জীবনে এই কম্পানির অনেক এসি দেখেছি)ফ্রিজের একটা অ্যাড এ,ফ্রিজ সম্পর্কে যত ভালো কথা বলা যায় তার সবই বলে!!গুনগত মান,বিদ্যুৎ সাশ্রয়,খবার ফ্রেশ থাকা সহ যাবতীয় সব। তাদের ফ্রিজ গুলো যে আসাধারন মানের এটা বুঝাতে হেন কোন বিশেষণ নাই যে তারা যোগ করে নাই!এককথায় ফ্রিজের রাজা GENERAL ফ্রিজ। নামে GENERAL(সাধারন),কাজে অসাধারন!!!! (তাই বুঝা যায় GENERAL মানেই সাধারন কিছু না)!!!! সেনাবাহিনী তে যিনি GENERAL তিনি তার বাহিনীর মধ্যে সবচেয়ে ঊর্ধ্বতন কর্মকর্তা। কিন্তু কেউ যদি GENERAL অর্থে শুধুই সাধারন একজন আর্মি অফিসার মনে করেন এবং“মেজর,কর্নেল গেল তল,জেনারেল বলে কতো জল”এই নীতি পালন করে জেনারেল এর সাথে দুর্ব্যবহার করেন,তাহলে নিজ দায়িত্তে দুর্ব্যবহার করবেন। কেননা এর পরবর্তী রি-অ্যাকশান কি হবে তা সহজেই আনুমেয়।

(তাই বুঝা যায় GENERAL মানেই সাধারন কেউ না,অসাধারন কেউ)। I.C.L কেলাঙ্কারির পর ১ম ম্যাচেই বাংলাদেশ নিউজল্যান্ড কে হারিয়ে দেয়। ওই খেলায় আশরাফুল(কি ভাই!!ওর নাম দেখেই মেজাজ খারাপ হয়ে গেল?!!!!!)একটি ভালো ইনিংস খেলে(may be 60 from 56 balls).সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ওর উত্তর টা ছিল “এটাই আমার GENERAL খেলা। এটাই আমার খেলার ধরন”। এখানে আপনি GENERAL মানে কি বুঝেছেন আমি জানি না তবে আমি এই GENERAL মানে অসাধারন বুঝেছি।

এবার আর অন্যের উদাহরন না। এতদিন ছিলাম watch এ (দুঃখে একটা পোস্ট ও দিয়েছিলাম)। অনেক ভালো ভালো লেখা আসে সামুতে। মন চাইত ২-১ টা কমেন্ট করি। (আমার কমেন্ট এমন কোন হাতি-ঘোড়া টাইপ কিছু না।

কোন ১টা লেখার পার্টি তে জয়েন করাটাই মুখ্য)। এখন আমি পারব কমেন্ট করতে। আমি এখন সাধারন কেউ না। আমি এখন GENERAL!!!!!! এতক্ষন অনেক উদাহরন দিলাম নিজেকে অসাধারন প্রমান করতে!!!!তবে অতি সত্য কথা বলব এখন,”আমি আসাধারন কেউ না,আমি সাধারন,অতি অতি সাধারন টাইপের একজন মানুষ”।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.