আমাদের কথা খুঁজে নিন

   

গুগল সার্চকে কাজে লাগান নতুনভাবে (৫টা আসাধারন ট্রিক্স সাথে ১টা সাধারন টিপস ফ্রী)

এইখানে একটা ফেরেন্ড রিকু পাঠান www.facebook.com/shahedahmed95/
ইন্টারনেটের সবচেয়ে জনপ্রিয় সার্চ ইঞ্জিন হচ্ছে গুগল । সাধারনত গুগল সার্চ দিয়া আমরা খোজাখুজির কাজটাই বেশি করি । তবে কিছু ট্রিক্স জানা থাকলে একে আরো নানা কাজে ব্যবহার করা যায় । সেসব কয়েকটা ট্রিক্স আজকে আপনাদের সামনে তুলে ধরব । B- ( ট্রিক নম্বর ১ : মিডিয়াফায়ারের ফাইল সার্চ ) মিডিয়াফায়ার এর মত ফাইল শেয়ারিং সাইটে সাধারনত সার্চ ইঞ্জিন থাকেনা ।

গুগল দিয়ে সেসব সাইটের ফাইল খুব সহযে সার্চ করতে পারবেন । মিডিয়াফায়ারের ফাইল সার্চ দিতে চাইলে প্রথম লিখুন Site:Mediafire.com তারপর স্পেস দিয়ে ফাইল টাইপের নাম লিখুন ( যেমন;mp3,zip ইত্যাদি)(একাধিক টাইপের ফাইল সার্চ করতে চাইলে নিচের উদাহরন দেখুন) স্পেস দিয়ে যা সার্চ করতে চান তা লিখুন ধরি আপনি মিডিয়াফায়ার থেকে আর্টসেলের গান সার্চ করতে চাচ্ছেন তাহলে লিখবেন, Site:mediafire.com Mp3|wma|aac|wav “artcell” এভাবে যদি ভিডিও সার্চ করতে চান তাহলে ফাইল টাইপের জায়গায় লিখবেন, asf|rm|avi|mp4|wmv|flv জিপ ফাইল সার্চ করতে চাইলে, zip|rar|7zip|tar এপ্লিকেসনের জন্য লিখবেন, exe আর ইবুক এর জন্য লিখবেন, pdf এ পদ্ধতি অন্যান্য সাইটেও টেস্ট করে দেখতে পারেন । ( ট্রিক নম্বর ২ : গান সার্চ ) গুগল সার্চ দিয়ে চাইলে বিভিন্ন ওয়েব সাইটের ইনডেক্স থেকে গান ডাউনলোড করতে পারবেন এজন্য সার্চের শুরুতে লিখবেন intitle:”index.of” তারপর ফাইল টাইপের নাম লিখবেন স্পেস গানের / ব্যান্ডের/ শিল্পীর নাম লিখবেন । ধরি আপনি শিরনামহীনের গান ডাউনলোড করতে চাচ্ছেন তাহলে লিখবেন, intitle:”index.of”(mp3|mp4|avi) “shironamhin” ( ট্রিক নম্বর ৩ : ইবুক সার্চ ) গুগল দিয়ে ইবুক সার্চ করাও খুব সহজ ইবুক সার্চের জন্য প্রথম বইয়ের নাম লিখুন তারপর স্পেস দিয়ে filetype:pdf লিখুন, উদাহরনস্বরুপ; himu filetype:pdf এভাবে সার্চ দিলে বিভিন্ন সাইটে থাকা ইবুকগুলো সহজেই খুজে পাবেন ( ট্রিক নম্বর ৪ : সিরিয়াল কি সার্চ ) নেট থেকে কোনো ফ্রি সফটয়্যার ডাউনলোড করলে অনেক সময়ই দেখা যায় তা ট্রায়াল ভার্শন থাকে । ডাউনলোড করা সফটয়্যারটি এক্টিভেট রাখতে হলে প্রয়োজন পরে সিরিয়াল কি র ।

গুগোল দিয়ে এই সিরিয়াল কি খুব সহযেই খুজে বের করতে পারবেন। সিরিয়াল কির জন্য সার্চের শুরুতে 94fbr কোডটি লিখুন স্পেস দিয়ে যে সফটয়্যারটির সিরিয়াল কি চান তার নাম লিখুন উদাহরনস্বরুপ; 94fbr avast (ট্রিক নম্বর ৫ : ক্রেক,কিজেন সার্চ ) অনেক সময় সফটয়্যার এর সিরিয়াল কি খুজে পাওয়া যায় না । তখন ক্রেক বা কিজেনের প্রয়োজন পরে । গুগোল সার্চ দিয়ে ক্রেক বা কিজেনও খুজে পেতে পারেন খুব সাধারন পদ্ধতি অনুসরন করে । এজন্য প্রথমে যে সফটয়্যারের ক্রেক চান তার নাম লিখুন তারপর স্পেস দিয়ে FBR94 কোডটি লিখুন উদাহরনস্বরুপ;avast FBR94 শেষমেষ ছোট্ট এক খান টিপস টিপস : গুগলে অনেক সময় কোনো কিছু সার্চ দিলে উপযুক্ত রেজাল্ট পাওয়া যায় না ।

এমন অবস্থায় পড়লে Advanced Search এ ক্লিক করতে পারেন (গুগলের সার্চ বক্সের পাশেই ছোট করে লেখা) । সেখান থেকে আপনি আপনার সার্চকে নিয়ন্ত্রিত করে উপযুক্ত রেজাল্ট পেতে পারবেন । [পোস্ট শেষ]
 

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ২৬ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.