আমাদের কথা খুঁজে নিন

   

তাপদাহ: চীনে সতর্কতা জারি

বিশেষ করে নয়টি প্রদেশকে মঙ্গলবার থেকে এই তাপদাহ সতর্কতার আওতায় রাখা হয়েছে। এগুলো হচ্ছে আনহুই, জিয়াঙসু, হুনান, হুবেই, ঝেঝিয়াঙ, জিয়াংশি, ফুজিয়ান, সাংহাই ও চঙকিং। জুলাইয়ে চীনের বৃহত্তম নগরী সাংহাইয়ে ১শ’ ৪০ বছরের মধ্যে সবচেয়ে বেশি গরম পড়েছে। তীব্র তাপদাহে অসুস্থ (হিট স্ট্রোক)হয়ে অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে বলে চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়ার বরাত দিয়ে জানিয়েছে বিবিসি অনলাইন। তীব্র এই গরমকে মাংস ঝলসানো তাপের সঙ্গে তুলনা করছে সাংহাইয়ের গণমাধ্যমগুলো।

সাংহাইয়ের আবহাওয়া ব্যুরোর তথ্যানুযায়ী, জুলাই মাসে ২৪ দিন সাংহাইয়ে তাপমাত্রা ৩৫ ডিগ্রি বা তার ওপরে ছিল। টেলিভিশন এক প্রতিবেদনে সাংহাই টিভির এক সংবাদিক দাবি করেছেন, তীব্র রোদে তারা দশ মিনিটের মধ্যে একটি মার্বেল স্লাবের ওপর একটি মাংসের চপ ভেজেছেন। সাংহাইয়ের মানুষ বাইরের তীব্র রোদে মাংস ও মাছ ঝলসাচ্ছে এমন ছবি এখন অনলাইনেও অনেক দেখা যাচ্ছে বলে জানিয়েছে বিবিসি। ইয়াংসি নদীর দক্ষিণের এলাকাগুলো বিশেষ করে চঙকিং প্রদেশে আগামী ৮ অগাস্ট পর্যন্ত এই উচ্চ তাপমাত্রা অব্যাহত থাকবে বলে আবহওয়ার পূর্ভাবাসে বলা হয়েছে। সতর্কতায় জনসাধারণকে খোলাস্থানে কাজ করা এড়িয়ে যাওয়ার পরামর্শ দেয়া হয়েছে এবং তীব্র গরম থেকে রক্ষা পেতে প্রয়োজনীয় সুরক্ষা নিতে বলা হয়েছে।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।