আমাদের কথা খুঁজে নিন

   

দুঃখ পোস্টঃ ম্যাঙ্গোপিপল শুমারি

অভ্র, যুগান্তকারী বাংলা লেখার সফটওয়ার। জটিল কিবোর্ড লেআউট মুখস্থ করতে না পেরে যারা বাংলা লেখাকে ভুলতে বসেছিলেন, বিদেশী ভাষায় চালিয়ে যাচ্ছিলেন বাংলা লেখা, তাদের জন্য, আমাদের সবার জন্য আশীর্বাদ হয়ে আসে ফ্রি সফটওয়ার অভ্র। অভ্রর সহজবোধ্য লেখার উপায় ও ইউনিকোড ভিত্তিক ফন্টের কারণেই আজকের ব্লগিং জগতে বাংলার এই সদর্প পদচারণা। এই গ্রুপটিতে আমরা অভ্র নিয়ে কথা বলবো, অভ্রর এই সঙ্কট মুহূর্তে প্রিয় সামহয়ারইন ব্লগের ব্লগারদের কণ্ঠে ধ্বনিত হবে - "ভাষা হোক উন্মুক্ত"।  

সম্প্রতি সরকারের হুশ হয়েছে......আরে!!! দেশে তো মানুষের বন্যা চলতাসে......পথে মানুষ, ঘাটে মানুষ, গাড়ীতে মানুষ, বাড়ীতে মানুষ, টেম্পো-লেগুনার ভিতরে মানুষ-এমনকি প্যাডেলেও খাড়ানো মানুষ......খালি মানুষ এর মানুষ।

এখন তো একটা ম্যাঙ্গোপিপল গণনা উৎসব না করলেই নয়। সবাই খালি আন্দাজে লাফালাফি করতাসে দেশে নাকি ম্যাঙ্গোপিপল ১৬ কোটি... কোন কোন মর্কট বলে ১৭ কোটি...লা হাওলা ওয়ালা কুয়াতা......... আমাদের জন্মনিয়ন্ত্রণ কি এতটাই ব্যর্থ?? ছিঃ বহির্বিশ্বে মুখ দেখাই কি করে!!! আফটার অল আমরা বীরের জাতি...... যাইহোক, সরকার হাজারে-বিজারে আদম লাগায় দিল (গুনা-আদম), যাও-আমার রাজ্যে যত আদম আছে, সব্বাইকে গণা লাগা কেউই যেন বাদ না পরে। পাব্লিক ল্যাট্রিনে থাকলেও যেন বাদ না পরে। গুনা-আদম দের ওপর ফর্মান জারি হলঃ সবাই যাতে এক্কেবারে ঠীক ঠিক ইনফরমেশন দেয় সেই ব্যাপারে ব্যায়াফক কড়া-করি করবা, এই রাজ্যের নারী-আদম রা কিন্তু বয়সের ক্ষেত্রে ব্যায়াফক সূক্ষ-স্থূল-ডিজিটাল-এনালগ-ফাইবার অপ্টিক-3G দূর্নীতি করে। এরা বয়স যা বলবে, তার থেকে ৩ মাইনাস করবা, মাইনাস 2 করলে ধরা খাবা, (জনক গ্রুপ আর ঘোষক গ্রুপ মাইনাস 2 ‘র ব্যাপারে ব্যাপারে ব্যায়াফক সেন্সিটিভ)।

তো, গুনা-আদম রা গণনা শুরু করে দিল......বাট আমি যে এলাকায় থাকি সেই এলাকায় ডেডলাইনের আগেরদিন ও কেউ গুনা-আদম দের চেহারা-মোবারক দেখলো না......চিন্তায় পড়লাম। কারন আম্রাও তো এই ম্যাঙ্গোপিপল এর অন্যতম লার্জ শেয়ার-হোল্ডার। গতকাল আবার ঘোষক গ্রুপ এর এক চুরের (সূত্রঃ “প্র” আদ্যক্ষরের একটা বেয়াদব-বেত্তমিজ জাতীয় দৈনিক) ব্যায়াফক জানাজা হইসে......তা গুনা আদম গো ঐখানে কি, কাম বাদ দিয়া? By the way, আজকে সকালে বাইরে বের হব, এমন সময় এক ছেম্রির আবির্ভাব ঘটল। পরিচয় দিল, সে একজন গুনা-আদম। যাক বাবা, আম্রাও গুনিত হতে যাচ্ছি।

শুরুতে আমার বাবার ইন্টারভিউঃ আপনার নাম? বাবা পুরা নাম বলার পরে ছেম্রি গুনা-আদম বল্ল “ডাক নাম” বলেন(What a Training???)। এতে মা একটু বিব্রত বোধ করলেন, কারন, একজন অপরিচিতের মুরুব্বি লোকের ডাকনাম জিজ্ঞেস করাটা শিষ্টাচারের মধ্যে পড়ে কি? মুলনামের একটা অংশ লিখলেই তো হয়। বাধ্য হয়ে সে আসল নামের প্রথম অংশ টাই লিখল। তারপর শিক্ষাগত যোগ্যতা, পেশা ইত্যাদি নোট করে এরপর মা’র ইন্টারভিউ নেয়ার পর জানতে চাইল আর কে কে আছে? মা বললেন, আমার ২ ছেলে বাকি আছে। তখন ছেম্রি গুনা-আদম বল্ল, ছোট ছেলের টা আগে নেই।

এদিকে, আমি আমার রুমে বসে সব শুনছি। আশ্চর্য!! আমি বড়ছেলে, আমারে বাদ দিয়া আমার ছোটভায়ের টা আগে? যাক সবার শেষে আমি দিলাম। সব info.ই দেয়ার পর আমার মনে আমার “শিক্ষাগত যোগ্যতা” নিয়ে খচখচ শুরু হল। যেটা দিলাম সেটা কি ঠিক দিলাম? আমি ততক্ষনে বের হয়ে গেছি। কি করা যায়? হঠ্যাৎ ঐ ছেম্রি গুনা-আদম কে দেখতে পেলাম রাস্তায় আরেক লোকের সাথে কথা বলছে।

কাছে গিয়ে বললাম, আচ্ছা! আপ্নি-ই তো আমাদের বাসায় গেসিলেন, তাই না? সে বল্ল, হ্যা। আমি বললাম একটু কারেকশন দরকার ছিল। সে ব্যতিব্যস্ত হয়ে বল্ল, তাই নাকি? সে আমার ঠিকানার পেজ বের করল। আমি বললাম, আমার “শিক্ষাগত যোগ্যতা” ১৬ লেখা, ওটাকে kindly ১৮ করে দেন। সে বল্ল কেন? আমি বললাম, “কারন আমার মাস্টার্স ফাইনাল তো সামনেই।

সেক্ষেত্রে আমার “শিক্ষাগত যোগ্যতা” মাস্টার্স হলে কোন প্রব্লেম নেই। আর আপনাদের এই ডাটা প্রসেস করতে করতে আমার মাস্টার্স কমপ্লিট হয়ে যাবে। তাছাড়া,next time এই গণনা হবে ১০ বছর পরে”। কিন্তু, ওই যে শুরুতেই বলছি “ছেম্রি গুনা-আদম”!!! (কেউ কেউ মাইন্ড করতে পারেন)। সে আমাকে জানাল, আপ্নি তো মাস্টার্স পাস করেন নি, এজন্য এটা কারেকশন সম্ভব না......তাছাড়া এটা আবার চেক করতে আসলে যদি আপনি বাসায় না থাকেন......তখন আমার জন্য সমস্যা।

আমি তারে যতই বুঝাই সমস্যা হবে না, বাসায় বলে দেয়া হবে কিন্তু সে আমার কথা সুনবে না। আমি মনে মনে কই, হায়রে গুনা-আদম! তুই ভাবসস, তুই একলাই গুনা-আদম, তর আগে আর কেউ গুনে নাই। তুই আমারে সমস্যা শিখাস!! ন্যাশ্নাল আইডির কাজ করতে গিয়ে মানুষের বিচিত্র নামের যে কত বিচিত্র ভুল বানাণ আর শিক্ষাগত যোগ্যতা (মানে আমার মত যারা মাস্টার্স এর জন্য waiting) নিজ দায়িত্বে ঠিক করে দিসি তার হিসাব নাই। এইসব করার জন্য কেউ আমাকে কল ও করেনি, রিমান্ডেও নেয়নি। পরিশেষে বলতে চাই, মানুষ মাত্রেই ভুল করে, কিন্তু গুনা-আদমের কাছে আমার মত অভিজ্ঞ লোক এমন ভুল করবে, এটা মানতে না পারলেও সহ্য করতে হবে।

হয়ত আগামী ১০ বছর পর্যন্ত মাস্টার্স পাস করেও সরকারী হিসাবের খাতায় আমাকে ব্যাচেলর থাকতে হবে......এটাই আমার দূঃক্ষ! (এটি কোন রাজনৈতিক চুল্কানিযুক্ত পোস্ট নয়.........fun & sad post)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.