আমাদের কথা খুঁজে নিন

   

বিশ্ব সাঁতারে টিনএজারদের দাপট

মার্কিন তরুণী কেটি লেডেকি মঙ্গলবার বিশ্বরেকর্ড গড়ে জিতে নিয়েছেন ১ হাজার ৫০০ মিটারের সোনা। আগের দিন ১০০ মিটার ব্রেস্টস্ট্রোকের সেমি-ফাইনালে বিশ্বরেকর্ড গড়া লিথুয়ানিয়ার ষোড়শী রুতা মেইলুতাইত অনায়াসেই জিতে নিয়েছেন সোনার পদক। আর মার্কিন 'সুইটহার্ট' মিসি ফ্রাংকলিন ১০০ মিটার ব্যাকস্ট্রোকে সোনা জিতে এই আসরে পদকের খাতা খুলেছেন।
মেয়েদের ১ হাজার ৫০০ মিটার সাঁতারে ১৫ মিনিট ৩৬.৫৩ সেকেন্ড সময় নিয়ে লং কোর্স সুইমিংয়ের সবচেয়ে পুরানো বিশ্ব রেকর্ডটি ভেঙে দেন কেটি লেডেকি। ২০০৭ সালে তারই স্বদেশি কেইট জিগলারের আগের রেকর্ডটি ছিল ১৫ মিনিট ৪২.৫৪ সেকেন্ড।

আর ১৬ বছর ১৩৫ দিনে সোনা জিতে এ ইভেন্টের সবচেয়ে কম বয়সী ওয়ার্ল্ড চ্যাম্পিয়নও বনে যান লেডেকি।
লেডেকির সঙ্গে পাল্লা দিয়ে সাঁতরিয়েও শেষ ১০০ মিটারে পিছিয়ে যান গত আসরের চ্যাম্পিয়ন ডেনমার্কের লত্তে ফ্রিস। নিউজিল্যান্ডের লরেন বয়েল জিতেছেন ব্রোঞ্জ।
১০০ মিটার ব্রেস্টস্ট্রোক জিতে লিথুয়ানিয়ার ইতিহাসে বিশ্ব চ্যাম্পিয়নশিপের প্রথম সোনাটি এনে দেন মেইলুতাইত। অলিম্পিক আর বিশ্ব চ্যাম্পিয়নশিপ ইতিহাসে পদক জেতা সবচেয়ে কমবয়য়ী নারী সাঁতারু এখন তিনি।


১০০ মিটার ব্যাকস্ট্রোকের সোনা জিততে অলিম্পিক চ্যাম্পিয়ন অষ্টাদশী মিসি ফ্রাংকলিন সময় নিয়েছেন ৫৮.৪২ সেকেন্ড। অস্ট্রেলিয়ার এমিলি সিবম রূপা ও জাপানের আয়া তেরেকাওয়া ব্রোঞ্জ পেয়েছেন।
ছেলেদের ২০০ মিটার ফ্রিস্টাইলে সোনা জিতেছেন বর্তমান অলিম্পিক চ্যাম্পিয়ন ফ্রান্সের ইয়ানিক অ্যাগনেল। ১ মিনিট ৪৪.২০ সেকেন্ড সময় নিয়ে তিনি পেছনে ফেলেছেন যুক্তরাষ্ট্রের কনর ডুয়োইয়ার আর রাশিয়ার দানিলা ইজোতভকে। এ ইভেন্টে ফেভারিট মার্কিন তারকা রায়ান লোকটি হয়েছেন চতুর্থ।


ছেলেদের ১০০ মিটার ব্যাকস্ট্রোকে সোনা জিতেছেন অলিম্পিক চ্যাম্পিয়ন যুক্তরাষ্ট্রের ম্যাট গ্রিভার্স। স্বদেশী ডেভিড প্লামার দ্বিতীয় ও ফ্রান্সের জেরেমি ত্রাভিয়াস তৃতীয় হয়েছেন।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.