আমাদের কথা খুঁজে নিন

   

আদমশুমারি এবং কিছু গল্প,,,,,,,,



আদমশুমারি চলছে। আপনারা নিজে গণনাভুক্ত হোন এবং অন্যকে গণনাভুক্ত করতে সাহায্য করুন। তবে নিজে একবারই গণনাভুক্ত হোন,বেশী নয়। আমি গননাভুক্ত হয়েছি। দেশের উন্নয়নের জন্য এটা খুবুই জরুরি।

তো একটা গল্প বলি। আমাদের এক প্রতিবেশী আদমশুমারি করতে আসা লোকজনদের দেখে আমাদের বাসায় চলে আসেন। তিনি গণনার লোকজনদের বললেন যে ,তার সব ছেলেমেয়েরা তাদের শ্বশুর বাড়ি,তার বাসায় কেউ নাই। তিনি বাইরে যাবেন ,তাই শুধু তার নিজের নাম উনি নিবদ্ধ করলেন। অথচ ঐ মুহূর্তে তার ২ মেয়ে তার নাতি-নাতনিসহ বাসায় ছিল।

তার এক ছেলে বিবাহিত,২ ছেলেমেয়েসহ বউ বাসায় ছিল এবং আরেক ছেলেও আছে তার। কেন তিনি শুধু নিজেকে নিবদ্ধ করেছেন বলতে পারেন কেউ??? কারণটা হচ্ছে তিনি মনে করেন আদনশুমারিতে নাম লিখালে নাকি মানুষ মারা যাবে। তাই তিনি তার পরিবারের কারো নাম গণনাভুক্ত করেননি। এই হল আমাদের বাংলাদেশ আর আমাদের দেশের জনগণ।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।