আমাদের কথা খুঁজে নিন

   

আদমশুমারি ও গৃহগণনা ২০১১ তে নিজেদের অন্তর্ভূক্ত করি এবং অন্যদেরও উৎসাহিত করি

নোটিশবোর্ড
প্রিয় ব্লগার, গত ১৫ ই মার্চ থেকে সারাদেশে ৫ম আদমশুমারি ও গৃহগণনা ২০১১ শুরু হয়েছে, চলবে ১৭, ১৮ এবং ১৯ মার্চ ২০১১ পর্যন্ত। এবারের আদম শুমারির শ্লোগান: দশ বছর পর এলো শুমারি নিজেকে গণনায় অন্তভূর্ক্ত করি। আরো দেখুন ফেইসবুকেও। শুমারিতে যে সকল প্রশ্ন জিজ্ঞাসা করা হবে: গৃহ ও খানা সম্পর্কেব্যক্তি সম্পর্কে* খানার ঠিকানার * খানার সদস্য সংখ্যা কত জন * ভাসমান খানা কি-না * খানা কি ধরণের * গৃহের সংখ্যা কতটি * খানার প্রধান গৃহ কেমন * বাসস্থান নিজস্ব না ভাড়া * খাবার পানির উৎস * পায়খানা কি ধরণের * বিদ্যুতের সংযোগ আছে কি-না * ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কোন সম্প্রদায়ের * খানার সদস্যদের বয়স * খানা প্রধানের সঙ্গে সম্পর্ক * পুরুষ না মহিলা * বৈবাহিক অবস্থা * ধর্ম * প্রতিবন্ধী হলে কি ধরণের * ছাত্র কি-না * সর্বোচ্চ শ্রেণী পাশ * পাশের ক্ষেত্র * চিঠি লিখতে পারেন কি-না * কাজে নিয়োজিত কি-না * কাজের ক্ষেত্র আসুন এই ৫ম আদমশুমারিতে নিজেরা অংশগ্রহণ করি এবং সফল করতে সহযোগিতা করি।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।