আমাদের কথা খুঁজে নিন

   

সেপ্টেম্বরে আসছে টেলিটকের 3G

চলতি মাস সেপ্টেম্বরের শেষ সপ্তাহে তৃতীয় প্রজন্মের (থ্রি-জি) সেবা উদ্বোধন করতে যাচ্ছে রাষ্ট্রায়ত্ত মোবাইল ফোন অপারেটর টেলিটক। টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক মুজিবর রহমান মঙ্গলবার বলেন, “আগামী ২৭ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বরর মধ্যে টেলিটক থ্রি- জি সেবা উদ্বোধনের জন্য প্রস্তুত রয়েছে। ” ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়কে উদ্ভোধনের বিষয়ে চিঠি পাঠানো হয়েছে বলেও জানান তিনি। ডাক ও টেলিযোগাযোগ সচিব ও টেলিটকের চেয়ারম্যান সুনীল কান্তি বোস বলেন, “আগামী ২৭ থেকে ৩০ সেপ্টেম্বরের মধ্যে যে কোন দিন থ্রি- জি সেবা উদ্বোধন করা হবে। ” প্রধানমন্ত্রী থ্রি- জি সেবা উদ্ধোধন করবেন উল্লেখ করে সুনীল কান্তিবলেন, “তিনি সম্মতি দিলেই ওই সময়ের মধ্যে থ্রি-জি সার্ভিস উদ্বোধন করা হবে।

” উদ্ভোধনের পর রাজধানীর তিন লাখের বেশি গ্রাহককে তৃতীয় প্রজন্মের (থ্রি-জি) সেবা দেওয়ার প্রস্তুতি নিয়েছে টেলিটক। নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি’র হিসাবে গত জুলাই মাস পর্যন্ত হিসাব মতে টেলিটকের গ্রাহক সংখ্যা প্রায় ২৪ লাখ। অন্যান্য অপারেটররা বাজারে আসার আগেই রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান হিসেবে টেলিটক গত মার্চ থেকে ছয় মাস পরীক্ষামূলক থ্রি- জি সেবা দেওয়ার অনুমতি পায়। তবে কারিগরি সমস্যা ও অন্যান্য কারণে টেলিটকের থ্রিজি সেবা চালু পিছিয়ে যায়। থ্রি-জি প্রযুক্তির মাধ্যমে উচ্চ গতিতে তথ্য পরিবহন সম্ভব বলে মোবাইল ফোনেই টিভি দেখা, জিপিএসের মাধমে পথ নির্দেশনা পাওয়া, উচ্চ গতির ইন্টারনেট ব্যবহারসহ ভিডিও কনফারেন্সে অংশ নেওয়া সম্ভব।

সূত্র: Click This Link ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.