আমাদের কথা খুঁজে নিন

   

গণজাগরনের স্লোগান নিয়ে আমার একটু কথা ছিল

ভুল করেছি,প্রায়শ্চিত্য করবো না, তা তো হয় না "তুমি কে আমি কে, বাঙ্গালি বাঙ্গালি" - এই স্লোগানটা আমার দৃষ্টিতে মনে হয় সঠিক নয়, ভুল. বাঙ্গালি একটি জাতি-গোষ্ঠীর নাম, বাংলাদেশে অনেকগুলো জাতি-গোষ্ঠীর বসবাস. এই স্লোগানের দ্বারা গারো, মনিপুরী, সাওতাল,চাকমা,মারমা, ম্রো, রাখাইন সহ আরো যারা আছে তাদেরকে ছোট করা হচ্ছে. এমনিতেই সংবিধানে উপজাতি শব্দ ব্যবহার করে তাদেরকে অবজ্ঞা করা হয়েছে, জাতির মধ্যে আবার উপজাতি কি! মানুষের মধ্যে কি উপমানুষ আছে? এখন যদি আমরা আমজনতাও নিজের বিচার বুদ্ধি বিকিয়ে দিয়ে অন্যের সুরে সুর মিলাই তাহলে এটা খুবই দুঃখজনক. কাউকেই অন্ধভাবে অনুকরণ করা ঠিক না. কয়েকটি ভিডিও ফুটেজে আদিবাসী পোলাপানকে এর সাথে তাল মেলাতে দেখে আমার মনে হয়েছে নিজেরাই যদি নিজেদের অধিকারের ব্যাপারে সচেতন না হয় তাহলে এটা কি অন্যরা আদায় করে দিবে [বি.দ্র. প্রতিবাদ জানিয়েছে এমন কোন নিউজ চোখে পড়ে নি] সব জাতি-গোষ্ঠীর প্রতি সম্মান দেখিয়েই আমাদের বলা উচিত "তুমি কে আমি কে, বাংলাদেশী বাংলাদেশী" স্রোতের বিপরীতে গিয়ে এই কথাগুলো বলার জন্য ট্যাগ, গালি হজম করতে হয়. একজন মাইকে বাংলা ভাষার অক্ষরের সাথে রাজাকারদের আদ্যক্ষর মিলিয়ে স্লোগান দিয়েছে আর ওমনি অন্য সবাইও তাল মেলাচ্ছে অথচ রক্তের বিনিময়ে যে ভাষা পাওয়া সেটাকে কি পশুরুপী মানুষগুলোর সাথে মেলানো উচিত? আমি গঠনমূলক সমালোচনা করে ভুল শুধরানোর কথা বলছি বলে কেউ টুটি চেপে ধরবেন না. আ তে আলাওল [কবি] ক তে কায়কোবাদ [কবি] গ তে গোলাম কিবরিয়া [ছড়াকার] ন তে নাইমুর রহমান দুর্জয় [ক্রিকেটার] ম তে মতিউর রহমান [বীরশ্রেষ্ঠ] স তে সোহরাওয়ার্দী [নেতা] ব তে বাংলাদেশ.... কোনটা বললে প্রকৃতপক্ষেই বাংলা ভাষার প্রতি সম্মান দেখানো হয়

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।