আমাদের কথা খুঁজে নিন

   

গণজাগরনের প্রয়োজনীয়তা অতঃপর...

গণজাগরণ এর জন্মের শুরুতেই প্রথম আলো ব্লগে লিখেছিলাম আওয়ামীলীগ বঙ্গবন্ধুর আদর্শ থেকে ৪৩ হাজার কিলোমিটার দূরে অবস্থান করছে। আর বিএনপি রাজাকারদের আদর্শ গ্রহন করেছে...। । তাই তাদের হাতে মুক্তিযুদ্ধ এবং বঙ্গবন্ধু কোনটাই নিরাপদ নয়...। তখন আমার কথা হাস্যকর মনে হয়েছিল অনেকের কাছেই... আজ তাদের কথা মনে করে আমার হাঁসি পাচ্ছে।



গণজাগরণের আন্দলনে যোগ দিয়েছিলাম নিজেকে বাংলাদেশি বাঙালি ভাবি বলে...... বাম কিংবা ডান কিংবা তথা কথিত নাস্তিকদের খুশি করার জন্য নয়...। । আওয়ামীলীগ এবং বিএনপির প্রতি চাপ সৃষ্টি এবং রাজাকারদের প্রতি ঘৃণা প্রকাশ করার মাধ্যমে সকল রাজাকারদের ফাসি নিশ্চিত করার জন্য ।

গণজাগরণের প্রতি বিএনপির সমর্থন না থাকাটা আওয়ামিলিগের সমর্থন থাকার চাইতেও কম বিপদ জনক ছিল...। ।

আমি ২০০% নিশ্চিত ছিলাম ক্ষমতার প্রয়োজনে আওয়ামীলীগ গণজাগরণকে সমর্থন দিয়েছিল...। আওয়ামীলীগ ভালো করেই জানত গণজাগরণ বাংলা পরীক্ষার (সকল রাজাকারদের ফাঁসি নিশ্চিত করার) পরেই ইংরেজি পরীক্ষা (আওয়ামীলীগ এর নতজান দেশ প্রেমের সমালোচনা করবে) দিতে চাইবে।

তাই তাদের অন্ধ ভক্ত স্বার্থ বাদী ছাত্রলীগ (সোনার টুকরা কুলাঙ্গার ছাত্র দ্বারা পরিপূর্ণ লীগ-অবশ্য কিছু ভালো ছাত্র বাদে) দ্বারা গণজাগরণের আন্দলনের মধ্যে কু- রাজনীতি ঢুকিয়ে ইংরেজি প্রশ্ন (গণজাগরণের অভ্যন্তরীণ তত্থ্য) ফাঁস করে দিবে এটা ইমারান এইচ সরকার না বুঝতে পারলেও আমারা ঠিকই বুঝতে পেরেছি অনেক আগেই ...। ।

তাই ইমরান সাহেবকে বলব রাজনৈতিক দল গঠন নয় বরং আওয়ামীলীগ এবং বিএনপির কু-রাজনীতির প্রভাব থেকে দেশের মানুষকে রক্ষার আন্দলনে নিজের জীবন উৎসর্গ করেন আমরা আপনাদের পাশে থাকব...।

। আর মনে রাখবেন - ------" শত্রুর-শত্রু কখনো বন্ধু হয় না "......। ।


আজাহার উদ্দিন...। ।


ছাত্রঃ আইসিএবি
ব্লগার- প্রথম আলো।

সোর্স: http://prothom-aloblog.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।