আমাদের কথা খুঁজে নিন

   

ঢালিউডে নির্মিত হচ্ছে বিগ বাজেটের ছবি স্পাইডার ম্যান !

Set sail, ye hearts~ into the sea of hope..

সম্প্রতি এফডিসিতে চাপা গুজব ছড়িয়ে পড়েছে যে বাংলাদেশেই বিশাল বাজেটে নাকী নির্মিত হতে যাচ্ছে বিশ্ব মাতানো ছবি স্পাইডার ম্যান। এ নিয়ে ইতোমধ্যেই বেশ কয়েক জন পরিচালক এবং শীর্ষস্থানীয় তারকাদের ভেতর কথা শুরু হয়ে যাওয়ার খবরও ভাসছে বাতাসে। গুজবটা যদি সত্যি হয় তাহলে স্পাইডারম্যানই হবে বাংলাদেশের সবচেয়ে তারকা সমৃদ্ধ ছবি। জানা গেছে এই ছবির জন্য অর্থায়নে এগিয়ে এসেছে দেশের একটি বিখ্যাত বেসরকারী টিভি চ্যানেলের কর্নাধার। গুজবের রেশ ধরে তার সাথে কথা বলে কিছুটা সত্যতাও পাওয়া গেলো এ ব্যপারে, “আসলে সাম্প্রতিককালে বেশ কিছু বড় বড় শো করার সময়ই ভেবে রেখেছিলাম লাভের মুখ দেখলে তা চলচ্চিত্রে ইভভেস্ট করবো।

সেই সময়ই শুনলাম হলিউডে নাকি স্পাইডারম্যানের কাজ চলছে, ভাবলাম আমরাও চেষ্টা করে দেখি না ওদের চেয়ে ভালো কিছু করতে পারি কি না…” জানালেন তিনি “এই ছবি আমি যেভাবে ভেবে রেখেছি তাতে স্পাইডারম্যান হবে বাঙ্গালী, আর শ্যুটিংও হবে দেশের মাটিতেই। কোনও বিদেশী না, অবিরাম বাংলার মুখ দেখানো হবে…” “এতদিন এই খবর প্রচারিত হয়নি কেন?” – এই প্রশ্নের উত্তরে তিনি বলেন এখনো যেহেতু পরিকল্পনাটা প্রাথমিক পর্যায়ে আছে তাই ইচ্ছাকৃতভাবেই প্রচার করা হয়নি, বিস্তারিত আলোচলার পর সব পক্ষ একমত হলে, তারপরই এই সুখবর দেশবাসীকে জানানো হবে। তিনি এখনই কোনও নাম প্রকাশ না করতে অনুরোধ করেছেন। ছবির নায়ক নায়িকার ব্যপারে জানতে চাওয়া হলে প্রথমে তিনি, “এটা পরিচালকের ব্যপার’…” বলে এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন, পরবর্তীতে খোলামেলা আলাপে তিনি জানান ঢালিউডের নায়কদের ভেতর স্পাইডারম্যান চরিত্রে শাকিব খানকেই তার বেশী পছন্দ, আর নায়িকাকে নিয়ে থাকছে বিশেষ চমক। নিশ্চিত করে বলা না গেলেও, সংশ্লিষ্টদের সাথে কথা বলে একজন গ্লামারাস সঙ্গীতশিল্পীর নাম শোনা গেছে, যিনি এই ছবির মাধ্যমে বাংলা ছবির নায়িকা হিসেবে আবির্ভূত হতে যাচ্ছেন।

তবে সব আনুষ্ঠানিকতা শেষ করে প্রেক্ষাগৃহে পৌছাতে দর্শকদের পরবর্তী বছরের জন্যে অপেক্ষা করতে হবে বলেই ধারনা করা হচ্ছে। সূত্র: উরাধুরা নিউজ


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।