আমাদের কথা খুঁজে নিন

   

ঢালিউডে অভিনয় করবেন সোহা আলী খান



এবার ঢাকাই সিনেমায় অভিনয় করবেন বলিউড অভিনেত্রী সোহা আলী খান। বলিউডের বিশিষ্ট অভিনেত্রী শর্মিলা ঠাকুরের মেয়ে সোহা আলী খান এই প্রথম ঢালিউডের কোনো ছবিতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। রাজু আহমেদ পরিচালিত মাটি সিনেমায় অভিনয় করবেন এই বলিউড অভিনেত্রী। সোমবার (৮ মার্চ) সকালে বলাকা সিনেমা হলে বেশ ঘটা করে 'মাটি' ছবির মহরত অনুষ্ঠিত হয়। মহরত অনুষ্ঠানে ছবির পরিচালক রাজু আহমেদ ঘোষণা দেন, মাটি ছবিতে ববিতার মেয়ের চরিত্রে অভিনয় করবেন সোহা আলী খান।

আগামী জুন মাস থেকে বাংলাদেশ ও কানাডায় ছবির শুটিং শুরু হবে। ছবিটি মুক্তিযুদ্ধের পটভূমিতে নির্মিত হবে বলে জানিয়েছেন পরিচালক। মহরত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হাসানুল হক ইনু । তিনি ক্লাপস্টিক দিয়ে শুভ মহরত ঘোষণা করেন। মহরতে অন্যান্যের মধ্যে মাটি সিনেমার অভিনয় শিল্পী ববিতা, আহমেদ শরীফ, ইমন, নাজমুল খান, মনজুর হোসেন, অঞ্জনা, সিমলা, আঁখি প্রমুখ উপস্থিত ছিলেন।

মাটি ছবিতে অন্যতম একটি চরিত্রে অভিনয় করবেন ববিতা। তাকে এ ছবিতে বলিউড নায়িকা সোহা আলী খানের মায়ের ভূমিকায় দেখা যাবে। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় ধর্ষিতা নারী ও তাদের অনাকাঙ্ক্ষিত সন্তানের দুঃসহ ও নির্মম গল্পগাঁথা নিয়েই নির্মিত হচ্ছে ছবিটি। মুক্তিযুদ্ধে পাকসেনাদের ধর্ষণের শিকার হয় বহু বাংলাদেশি নারী। স্বাধীনতার পর এই নারীদের বাংলাদেশ সরকার বীরাঙ্গনার মর্যাদা দেন।

তবে অনেক ধর্ষর্িতা মহিলাই সামাজিক অবমাননার ভয়ে ধর্ষিতা হবার কথা প্রকাশ করেননি। কাজেই বহু নির্যাতিতা মহিলাই বীরাঙ্গনার খেতাব পাননি। অন্যদিকে অনেকে এই খেতাব গ্রহণ করতে উৎসাহ দেখাননি। এদের জীবনের নানা উপাখ্যান মাটি ছবিতে তুলে ধরা হবে বলে পরিচালক রাজু আহমেদ জানিয়েছেন। বস্নু জিনজার মাল্টিমিডিয়ার ব্যানারে নির্মিতব্য মাটি ছবির কাহিনী, চিত্রনাট্য ও পরিচালনায় রয়েছেন রাজু আহমেদ।

সংলাপ রচয়িতা মলয় বন্দোপাধ্যায়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।