আমাদের কথা খুঁজে নিন

   

জাবি সিন্ডিকেটের সিদ্ধান্ত : ৯ কোটি টাকার টেন্ডারে ৫৩ লাখ টাকা গচ্চার অভিযোগ



জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ‘ওয়াজেদ মিয়া বিজ্ঞান গবেষণা কেন্দ্রের নির্মাণ কাজের ৯ কোটি টাকার টেন্ডার ৫৩ লাখ টাকা গচ্চা দিয়ে পছন্দের কোম্পানিকে দেয়ার সিদ্ধান্ত হয়েছে। গতকাল নিয়মিত সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানা গেছে। জানা গেছে, গতকাল বিকাল ৪টায় উপাচার্যের কার্যালয়ে নিয়মিত সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হয়। সভায় বিতর্কিত অনিক ট্রেডার্সকে বিশ্ববিদ্যালয়ের ৫৩ লাখ টাকা ক্ষতি করে ‘ওয়াজেদ মিয়া বিজ্ঞান গবেষণা কেন্দ্র’ নির্মাণের কাজ দেয়া হয়েছ। অভিযোগ রয়েছে, ওই কোম্পানিকে কাজ দেয়ার জন্য প্রথমবার টেন্ডার বাতিল করে দ্বিতীয়বার টেন্ডার আহ্বান করা হয়। দ্বিতীয়বার সর্বনিম্ন দরদাতা ছিল ‘আরএফএল অ্যান্ড মোনালিসা’ নামের কোম্পানি। আর দ্বিতীয় সর্বনিম্ন দরদাতা ছিল ‘অনিক ট্রেডার্স’। প্রথমবার টেন্ডারের প্রতিবেদনে ‘আরএফএল অ্যান্ড মোনালিসা’ কোম্পানির কাগজপত্র ঠিক আছে বলা হলেও দ্বিতীয়বার প্রতিবেদনে ওই কোম্পানির কাগজপত্র ঠিক নেই বলে বলা হয়। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে ‘অনিক ট্রেডার্সে’র পূর্ব সখ্যের জের ধরে সর্বনিম্ন দরদাতা প্রতিষ্ঠানকে বাদ দিয়ে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে অভিযোগ করেছেন নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন সিন্ডিকেট সদস্য।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।