আমাদের কথা খুঁজে নিন

   

‘মেডিকেলের ভর্তি নীতি কেন বাতিল হবে না’

এক রিট আবেদনের প্রাথমিক শুনানি করে বুধবার বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি এবিএম আলতাফ হোসেনের বেঞ্চ এই রুল জারি করেন।
স্বাস্থ্য সচিব, শিক্ষা সচিব, স্বাস্থ্য মন্ত্রণালয়ের যু্গ্ম সচিব, স্বাস্থ্য সেবা অধিদপ্তরের মহাপরিচালক ও পরিচালক, ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিলের চেয়ারম্যানকে চার সপ্তাহের মধ্যে এই রুলের জবাব দিতে বলা হয়েছে।
সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুস আলী আকন্দ গত সপ্তাহে এই রিট আবেদন করেন। আদালতে তিনি নিজেই শুনানি করেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারের বিশ্বজিত রায়।
আবেদনে বলা হয়, মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইন লঙ্ঘন করে এমবিবিএস/বিডিএস কোর্সে শিক্ষার্থী ভর্তি নীতিমালা ২০১১ করা হয়েছে। সরকার গতবছর মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তি পরীক্ষা বাদ দেয়ার সিদ্ধান্ত নিলেও শিক্ষার্থীদের বিক্ষোভ এবং সর্বোচ্চ আদালতের হস্তক্ষেপে ওই সিদ্ধান্ত থেকে সরে আসে।
অবশ্য গত নভেম্বরে ভর্তি পরীক্ষার সময়ও স্বাস্থ্যমন্ত্রী বলেছিলেন, পরেরবার থেকে তিনি পরীক্ষা পদ্ধতি বাদ দেয়ার পক্ষে। এর মধ্যেই গত এপ্রিলে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী আফম রুহুল হক বলেন, মেডিকেল ও ডেন্টাল কলেজগুলোতে এবারো পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করা হবে।

সোর্স: http://bangla.bdnews24.com

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.