আমাদের কথা খুঁজে নিন

   

মেডিকেলের টুকরো স্মৃতি-১



ফাইনাল প্রফ-এ সার্জারি ভাইবা চলছে। আমি গেলাম মেইন ভাইবা বোর্ডে,হাতে Benign Enlargement of Prostate-এর Histology ছবি আকা। মজিবুর রহমান স্যার ভাইবা নিচ্ছেন। আমার ছবি হাতে নিয়ে বললেন, ‘বলো, Prostate-এর কয়েকটা Surgical condition-এর নাম বলো’। বলেই স্যার চেয়ারে হেলান দিয়ে শুয়ে পড়লেন।

আমি বুঝতেছিলাম না স্যার আমার কথা শুনছিলেন নাকি। আমি আমার সীমাবদ্ধ জ্ঞান দিয়ে বলতে লাগলাম- Benign Enlargement of Prostate, Prostatic carcinoma. ওদিকে স্যার চোখ বন্ধ করে শুয়েই আছেন। আমি তো বলে চুপ করে আছি। হঠাৎ স্যার চোখ মেলে বললেন, ‘হ্যা, বলো আর কি হতে পারে?’। আমি কি আর বলবো? আমি ভাবলাম স্যার আমার আগের কথা হয়ত শুনেন নাই।

আবার আগের কথাই বললাম- Benign Enlargement of Prostate, Prostatic Carcinoma. স্যার আবার চোখ মেললেন। বললেন, ‘আচ্ছা ঠিক আছে। Prostatic Utricle, Prostatic Abscess হতে পারে না?’ আমি বিজ্ঞের মত মাথা নাড়লাম, ‘ জী স্যার, জী স্যার হতে পারে’। স্যার বললেন, ‘এই সব তো বলতে হবে,তাই না? এক কথা তো বারবার বলে লাভ নাই,ঠিক না?’ আমি আবারো বিজ্ঞের মতো মাথা নাড়লাম ‘জী স্যার, জী স্যার হতে পারে’। ।

মনে মনে বললাম, ‘আপনার-ও তো স্যার ভাইবার সময় না শুনার ভান করে চেয়ারে শুয়ে থাকা উচিৎ না’।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.