আমাদের কথা খুঁজে নিন

   

আমার আইপ্যাড

রক্ত চাইলে রক্ত নে, রাজাকার মুক্ত বাংলাদেশ দে...

আজই আমার নতুন আইপ্যাড কিনলাম। অনেকদিন ধরেই ভাবছি কিনবো, কিনবো। অবশেষে কিনেই ফেললাম। অবশ্য আইপ্যাড কেনার পেছনে বিশেষ একটা কারণ আছে। আপনারা যারা প্রবাসে আছেন এবং পড়াশোনা করছেন, তারা অবশ্যই জানেন এখানে বইয়ের অনেক দাম।

তবে একই বই অনলাইন থেকে ই-ফরম্যাটে কিনলে তুলনামূলকভাবে বেশ কম দামে কেনা যায়, যেহেতু সেখানে কাগজের কোন ব্যাপার নেই। তবে সমস্যা হলো, বইটাকে সবসময় সাথে রাখার জন্য ল্যাপটপ থাকা চাই, যেহেতু সেটাও বেশ ভারী হয় আইপ্যাড-ই হচ্ছে সবচেয়ে ভালো উপায় বই পড়ার। যদিও দামটা একটু চড়া তবুও দীর্ঘমেয়াদী পরিকল্পনায় সেটা বেশ লাভজনক বিনিয়োগ বলেই আমার মনে হয়। অবশ্য আপনাদের কারো কারো হয়তো ভিন্ন মত থাকতেও পারে। আর একটা ব্যাপারটা আমার কাছে খুবই গুরূত্বপূর্ণ মনে হয়েছে সেটা হলো, সেমিস্টার শেষে হয়তো বইটা বিক্রি করে ফেলতে হবে নয়তো রেখে দিতে হবে যেটা বেশ ঝামেলার, অবশ্য আপনি একটু বুদ্ধি খাঁটিয়ে অনলাইন থেকে বইটাকে পিডিএফ করে পিসিতে সেভ করে রাখলে আপনি সারাজীবনের জন্য বইটাকে পেয়ে যাচ্ছেন।

পাশাপাশি যদি আপনি আপনার বন্ধুর কাছে বইটার একটা কপি বিক্রি করে কিছু টাকা আয় করতে পারেন তাতে সেটা মন্দ হয়না। সবকিছু মিলিয়ে দেখা যাচ্ছে সেমিস্টার শেষে একটা কাগজের বই যেটা আপনি ১৫০-২০০ ডলার দিয়ে কেনার কথা সেটা মাত্র ৬০-৮০ ডলারে অনলাইন থেকে কিনছেন, আর পুনরায় বিক্রি করে কিছু টাকা আয় করার ফলে ব্ইয়ের আসল দামটা ১০-২০ ডলারে চলে আসছে। ইচ্ছে করলে মুনাফারও উপায় আছে ;-) যাইহোক, আইপ্যাড প্রসঙ্গে আসি। আমার আইপ্যাডটা প্রথম জেনারেশনের ৩২ জি.বি, ওয়াই-ফাই মডেল। যেহেতু বাসায় এবং কলেজে ওয়াই-ফাই আছে, সেটাই বেস্ট চয়েস বলে মনে হলো।

কলেজ থেকে বাসায় ফিরেই আইপ্যাড নিয়ে বসে পড়লাম। সামুর ওয়েব সাইটে গিয়ে একটা স্ক্রিনশট নিলাম আপনাদের সবার সাথে শেয়ার করার জন্য। দুর্ভাগ্যবশত সামুর সাইটটা মোবাইল ফরম্যাটে দেখাচ্ছে, অথচ প্রথম আলোর সাইট স্বাভাবিকভাবেই দেখা যাচ্ছে। "ফুল সাইট" চেপেও কোন ফল পেলাম না। প্রথম জেনারেশনের আইপ্যাড কেনার কারণ একটাই, ওটার ডিজাইন।

আইপ্যাড২ এর পেছনটা ঠিক পছন্দ হলোনা। অনেকেই গ্রাফিক্স, প্রসেসর ক্যামেরার কথা বললো, আমি গেইম খেলিনা তাই খুব একটা দরকার নেই। প্রয়োজনীয় ভিডিও চ্যাট আইফোন ৪-এই সেরে ফেলি। এতবড় একটা ডিভাইস নিয়ে চ্যাট করার/ ছঁবি তোলার কারণ খুঁজে পেলাম না। অবশ্য এক একজন এক একরকম ভেবে বলে তাই আমি আমার প্রয়োজনের মধ্যেই রইলাম।

ধন্যবাদ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।