আমাদের কথা খুঁজে নিন

   

হজযাত্রী পরিবহন: মন্ত্রণালয়কে ব্যবস্থা নিতে বলল সংসদীয় কমিটি

বুধবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয় বলে সংসদ সচিবালয়ে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘রায়ের বিরুদ্ধে’ ব্যবস্থা নিতে সংসদীয় কমিটি সুপারিশ করেছে।
তবে এই বিষয়ে জানতে চাইলে সংসদীয় কমিটির সভাপতি মো. মজিবর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মন্ত্রণালয়কে আমরা বলেছি, হাই কোর্টের সঙ্গে আলোচনা করে বিষয়টির সুরাহা করতে। ”
গত সোমবার এক রিট আবেদনের প্রাথমিক শুনানি করে যে কোনো এয়ারলাইন্সের ফ্লাইটে করে হজযাত্রীদের সৌদি আরবে যাওয়ার অনুমতি দিতে আদেশ দেয় হাই কোর্ট।
গত ২৪ এপ্রিল সরকারের হজ সংক্রান্ত এক সভার সিদ্ধান্ত হয়, ২০১৩ সালে কেবল সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্স ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মাধ্যমে হজযাত্রী পরিবহন করা হবে।


ওই সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে হজযাত্রী রেজাউল ইসলাম, আল মাহমুদ ট্রাভেলসের মালিক আব্দুল কবির খান ও হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) সাধারণ সম্পাদক গত সপ্তাহে রিট আবেদন করেন।
সরকারের ওই সিদ্ধান্ত কেন অবৈধ ঘোষণা করা হবে না, আদালত তা-ও জানতে চেয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে কমিটির এক সদস্য বলেন, “হজ যাত্রীরা যদি নিজেদের পছন্দমতো এয়ারলাইন্সে যায়, তবে ব্যবস্থাপনাতে সমস্যা তৈরি হবে। তাছাড়া কোন যাত্রী কখন যাচ্ছে কথন ফিরছে, সেটার তথ্য থাকাও দরকার। ”
তিনি আরো বলেন, “নিজেদের পছন্দমতো এয়ারলাইন্সে গেলে তো যাত্রীদেরই অসুবিধা হবে।

তারা সৌদি আরব এবং বাংলাদেশের রিসিপশন ক্যাম্পের সেবা পাবে না। ”
বৈঠকে মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, এ বছর সরকারি হজযাত্রীর সংখ্যা ১ হাজার ৪৮৮ জন এবং বেসরকারি হজযাত্রীর সংখ্যা ৮৭ হাজার ৪১১ জনসহ মোট ৮৮ হাজার ৮৯৯ জন। মোট হজ এজেন্সি ৬২৮টি।
কমিটির সভাপতি মো. মজিবর রহমানের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য ধর্ম প্রতিমন্ত্রী মো. শাহজাহান মিয়া, হাবিবুর রহমান মোল্লা, সাধন চন্দ্র মজুমদার এবং এ কে এম এ আউয়াল (সাইদুর রহমান) বৈঠকে অংশ নেন।
ধর্ম সচিব কাজী হাবিবুল আউয়ালসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।