আমাদের কথা খুঁজে নিন

   

টোকিও থেকে পালাচ্ছে মানুষ |(কিঞ্চিৎ সত্যি ও ভুল সংযুক্ত)



আমি সন্ধ্যায় আমার এক বন্ধুর ম্যাসেজ পেলাম সে আমাকে বলছে বাংলাদেশে চলে আসতে আর একটি লিংক দিয়েছে (Click This Link) বন্ধু আমার এই খবর দেখে আমাকে দেশে চলে আসতে বলছে।এমন খবর পরলে আসলে যে কারই মনে হবে জাপান দেশটাই এখন বিপদজনক।আমি এই খবরটি পরে কিছু ভুল দেখে বিডিনিউজ২৪ ডট কম এ ফোন করলাম,একজন মহিলা কর্মকর্তা রিসিভ করল তাকে বিস্তারিত বললাম, ভুলগুলো সে বুঝতে পারল,তখন তিনি বললেন এই খবর গুলো নেওয়া হয়েছে রয়টার্স থেকে,আমি বললাম বাংলাটি কে লিখেছেন?জবাবে বললেন আপনি একটু অপেক্ষা করুন আমি ডেকে দিচ্ছি,তারপর মনির নাম এর বিডিনিউজ ডট কম এর কর্মকর্তা ধরলেন এবং বললেন উনি লিখেছেন তবে খবর গুলো রয়টার্স থেকে নেওয়া।আমি বললাম এই খবরটি পরলে যে কেউ আতংক হবে এবং এখানে অনেক কিছু ভুল আছে যেমন"ফুকুসিমা(জাপান)"&,"বিস্ফোরণের পর তেজষ্ক্রিয়া ছড়ানোর মাত্রা বেড়ে যাওয়া টোকিও ছাড়তে শুরু করেছে সেখানে অবস্থানরত বিদেশিরা"&"বিভিন্ন দেশ টোকিও থেকে তাদের দূতাবাসের কর্মীদের ওই এলাকা ছাড়ার পরামর্শ দিয়েছে।"আরও আছে"টোকিওর রোপ্পোং জেলার",এসব ভুলগুলো যথাক্রমে,এগুলোর সঠিক কথার ব্যবহার হবে--"জাপান এর ফুকুসিমা জিলা""বিস্ফোরণের পর তেজষ্ক্রিয়া ছড়ানোর মাত্রা বেড়ে যাওয়ায় ১০কিলোমিটার থেকে ২০কিলোমিটার বৃত্তাকার এলাকা থেকে- দূরে এবং তারও পরে আবার ২০থেকে ৩০কিলোমিটার বৃত্তাকার এলাকা থেকে দূরে আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিতে বলা হয়েছে,তাই শুধু ফুকুসিমা জিলার এই ৩০কিলোমিটার এর মধ্যে যারা বসবাস করেছিলেন তারাই শুধু অন্য জিলায়, কেউবা আবার আশ্রয় কেন্দ্রে আবার কেউবা তার নিজের আত্মীয়র বাসায়,এভাবে যে-যেভাবে পারতেছে সেখান থেকে অন্য কোথাও অবস্থান পরিবর্তন করতেছেন,কেউ এখানে পালিয়ে যাচ্ছেন না আর শুধু বিদেশিরাই যাচ্ছেন না "বিভিন্য দেশ তাদের দূতাবাসের কর্মীদের টকিও থেকে অন্য এলাকায় সরে যাওয়ার পরামর্শ দিলে অন্য দেশের লোক যারা এই দেশে বসবাস করতেছে তারা তাদের দূতাবাসে যোগাযোগ করবে কি করে?আর ভূমিকম্প এবং সুনামির কারনে এখন যোগযোগ ব্যবস্থার ও অনেক অবনতি ঘটেছে,আর টকিও থেকে সরে যাওয়ার কারন কি?যেহেতু,শুধু মাত্র ফুকুসিমা জিলার ৩০কিলোমিটার পর্যন্ত বিপদসীমা বলা হয়েছে সেখানে টকিও ২৪০কিলোমিটার দূরে।""আর একটি ভুল হলো "টকিও জিলার রোপ্পঙ্গি শহর".আর শুধু বিস্ফোরণের কথা বলা হয়েছে কিন্তু কি কারনে বিস্ফোরণ হয়েছে তা লিখেনি......তাই আমার কথা হলো এমন কিঞ্চিৎ সত্যি ও ভুল সংযুক্ত খবর দেখে বা শুনে আতংকিত হবেন না এবং দয়া করে অন্যদেরকেও আতংকিত করবেন না।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.