আমাদের কথা খুঁজে নিন

   

অশোকা ডি সিলভা বাদ!

বাংলার জনগন

ভালো করতে না পারলে বাদ পড়তে হবে—নিয়ম এটাই। নির্বাচকদের আস্থার প্রতিদান দিতে না পারায় ক্রিকেটাররা বাদ পড়ছেন নিয়মিতই। বাদ পড়াদের তালিকায় এবার ঢুকে গেলেন আম্পায়ার অশোকা ডি সিলভাও! বিশ্বকাপে এ পর্যন্ত যে ম্যাচগুলোতে আম্পায়ারিং নিয়ে বিতর্ক হয়েছে, সেসবের কেন্দ্রবিন্দুতে রয়েছেন অশোকা। মাঠে নিয়োজিত ১৮ জন আম্পায়ারদের মধ্যে তিনিই একমাত্র, যাঁর রিভিউ সিদ্ধান্তের সফলতা ৫০ ভাগেরও কম! বাধ্য হয়ে কঠোর পদক্ষেপ নিতে হয়েছে আইসিসিকে। তবে বিশ্বকাপ থেকে একেবারে ঝেড়ে ফেলা হয়নি অশোকাকে।

লঙ্কান এই আম্পায়ারকে বিশ্বকাপের ‘বড়’ ম্যাচগুলো থেকে বাদ দিয়েছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। চেন্নাইয়ে কাল বৃহস্পতিবার অনুষ্ঠেয় ওয়েস্ট ইন্ডিজ-ইংল্যান্ডের ম্যাচের কথাই ধরুন। ম্যাচটির ওপর নির্ভর করছে বাংলাদেশের ভাগ্যও। ইংল্যান্ড জিতলে বিশ্বকাপে টিকে থাকার সম্ভাবনা জিইয়ে রাখতে পারবে আর হারলেই বিদায়। সে ক্ষেত্রে কোয়ার্টার ফাইনালে উঠে যাবে বাংলাদেশ।

ম্যাচটির গুরুত্ব বিবেচনায় অশোকাকে সরিয়ে দায়িত্ব দেওয়া হয়েছে ব্রুস অক্সেনফোর্ডকে। একইভাবে অশোকা বাদ পড়েছেন গ্রুপ পর্বের আয়ারল্যান্ড-হল্যান্ড, অস্ট্রেলিয়া-পাকিস্তান, জিম্বাবুয়ে-কেনিয়া ও ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ থেকেও। ওয়েবসাইট।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।