আমাদের কথা খুঁজে নিন

   

এ জার্নি টু ঢাকা-কক্সবাজার-হিমছড়ি-কক্সবাজার-সেন্টমার্টিন-ঢাকা(ছবি ব্গ)

ঘুম-ঘুম লাগতেছে

অনেক অসম্ভনার সম্ভবনা থাকার পরেও আমাদের এই জার্নি সম্ভব হয়। নিম্নের ছবিই তার প্রমান। ক্যামেরাঃ নকিয়া ই-৭১(৩.২মেগাপিক্সেল) প্রথম দিন ১.কক্সবাজারে বাস থেকে নামার পর ২.আমাদের অস্থায়ী আবাস(মোটেল লাবনী পর্জটন হলিডে কমপ্লেক্স) ৩. লাবনী পয়েন্টে সূর্যাস্ত। ৪. একটি রোমান্টিক দৃশ্য(বিনা-অনুমতিতে তোলা) ৫.রাতের বেলা ডিজে পার্টি(বাংলাদেশের জয়ের জন্য) দ্বিতীয় দিনঃ ১. হীমছড়ি ও ইনানী বীচ এর দিকে যাত্রা। ২. সেই বিক্ষাত্য চান্দের গাড়ী ৩.হীমছড়ি পাহাড়ের উপর থেকে সমুদ্র ৪.রাতের বেলা ক্যাম্প-ফায়ার ৩য় দিনঃ ১.সেন্ট-মার্টিন এর দিকে যাত্রা(অপেক্ষায় কেয়ারী সিন্দাবাদ) ২.অন্য জাহাজগুলাও প্রস্তুত ৩.জাহাজের নোঙ্গর তোলা শেষ ৪.যাত্রা শুরু ৫.নাফ নদীতে ৬. সমুদ্রে সী-গাল এর সাথে ৭.সেন্ট-মার্টিনের জেটিতে ৮.জেটিতে অপেক্ষামান ট্রলার ৯.হুমায়ুন আহ্‌মেদের সমুদ্র-বিলাস ১০.সেন্ট-মার্টনের সৈ্কত ১১.সূর্যাস্ত (সেন্ট-মার্টিনে) ১২.মাছ ধরা ট্রলারের ফেরা ১৩.লাইভ ফিশ কুকিং ১৪.কাঁকড়া ১৫.সুন্দরী রুপচাঁদা ৪র্থ দিন ছেড়াদ্বীপ এর উদ্দেশ্য যাত্রাঃ ১.সমুদ্রে অন্য ট্রলার এর সাথে ২.পিছনে সেন্ট-মার্টিন ৩. ট্রলার থেকে কোরাল এর উপর ৪. ছেড়াদ্বীপ এর সমুদ্র ৫. একদম পরিষ্কার পানি ৬.জীব-বৈচিত্র ৭. কোরাল অবশেষে ফেরা ১.অপেক্ষায় জাহাজ ২.পিছনে সেন্ট-মার্টিন ফেলে আবার সেই শীকলবদ্ধ জীবনে প্রবেশ ৩.জোয়ারের পানিতে সূর্যের প্রতিফলন ৪.আবার নাফ্‌ নদীতে প্রবেশ। অবশেষে আবার সেই ব্যাস্ত ঢাকায়


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।